হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
বন্ধুরা আপনারা কিন্তু অনেক সময় আপনাদের ইউটিউব চ্যানেলে স্ট্রাইক খেয়ে থাকেন এবং আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার কীভাবে বুঝবেন যে আপনার চ্যানেলে কোন স্ট্রাইক আছে কিনা এবং আপনারা কিন্তু সকলেই জানেন যারা ইউটিউবে কাজ করেন যে তিনটা স্ট্রাইক পড়লে কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়ে যায়।
তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস তাই আপনাদের আগে থেকেই জেনে রাখা উচিত যে আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের চ্যানেলে স্ট্রাইক আসছে কিনা।
তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
যারা নতুন ইউটিউবার অথবা নতুন ইউটিউব এ কাজ করতে আসছেন তাদের জন্যই আজকের পোস্টটি কেননা তারা অনেকেই আছেন যারা জানেন না যে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক অথবা গাইডলাইন স্ট্রাইক আপনার চ্যানেলে আসছে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন।
তা আজকে দেখাবো তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
তো বন্ধুরা এটি বোঝার জন্য আমাদের একটি ব্রাউজার চলে যেতে হবে আপনি আপনাদের বলবো Chrome বাজারে যাওয়ার জন্য তো বন্ধুরা ব্রাউজারে চলে যাবেন।
তারপর আপনাদের কি কি করতে হবে youtube.com এ চলে যাবেন। অথবা ইউটিউবে চলে যাবেন সরাসরি যাওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট আইকনে ক্লিক করবে তারপর ঐখান থেকে Your channel এর উপর ক্লিক করে দিবেন Your channel এর ওপর ক্লিক করার পর তারপর দেখতে পারবেন Creator studio. তারপর creator studio তে চলে যাবেন beta তে চলে যাবার প্রয়োজন নাই।
তারপর আপনাদের কি করতে হবে দেখতে পারবেন চ্যানেল অপশন আছে আপনারা কি করবেন সেই চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন।
বাম পাশে দেখতে পারবেন সেই বাটনটি তখন সেটার উপর ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পারবেন আপনাদের একদম সেই পেজে দেখতে পারবেন যে গাইডলাইন স্ট্রাইক এবং কপিরাইট স্ট্রাইক ২ টা অপশন দেখতে পারবেন যে আপনাদের কোনটা আসছে কিনা।
তো বন্ধুরা এভাবেই মূলত আপনি স্ট্রাইক দেখতে পাবেন এবং আপনি যদি পরপর তিনটা স্ট্রাইক আসে তাহলে আপনার চেনেল সাসপেন্ড হয়ে যাবে।
তখন আপনি যে ভুলের কারণে স্ট্রাইকটা খেয়েছেন সেটা আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন যে আর খাব না এই ভুলটা আর আপনারও করবেন না।
এভাবেই আপনাদের চ্যানেলটা সুরক্ষিত থাকবে।
আপনাদের চ্যানেলটা সাসপেন্ড হওয়ার হাত থেকে বেঁচে যাবে।
তো বন্ধুরা আশা করি আজকের পোস্টটি যারা ইউটিউবার এবং ইউটিউবে কাজ করেন অথবা নতুন ইউটিউবার তাদের জন্য খুব ভাল লেগেছে।
তো বন্ধুরা আজকে এপর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামুয়ালাইকুম।