হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আজকে আমি আপনাদের বলব কিভাবে আপনি আপনার টেলিগ্রাম এর ইউজারনেম সেট করবেন। আপনাদের যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারা কিন্তু জানেন যে টেলিগ্রামের ইউজারনেম কিন্তু প্রথম থেকে সেট করা থাকে না এবং অনেকেই কিন্তু জানেন না যে কিভাবে আপনারা নিজের ইউজারনেম সেট করতে হয় মানে এটি বের করে সেট করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ইউজারনেম সেট করবেন টেলিগ্রাম এ।
টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
টেলিগ্রাম অ্যাপ টি ওপেন করুন তারপর আপনি আপনার অ্যাকাউন্টে লগিন করুন, লগিন করার পরে দেখতে পারবেন একদম কোনায় ৩ দাগ দেওয়া একটি বাটন আছে সেই বাটন এ ক্লিক করুন। তারপর নিচ থেকে সেটিংস আইকনে ক্লিক করুন। তারপর আপনাদের টেলিগ্রামের প্রোফাইলে ঢুকে যাবে সেখানেই দেখতে পারবেন যে ইউজারনেম নামক একটি অপশন আছে এবং সেখানে কিছুই লেখা নেই। ইউজারনেম অপশনে ক্লিক করে আপনার ইচ্ছামত টাইপ করে নাম দিবেন সাথে কিছু সংখ্যা দিবেন তারপর অ্যাভেলেবল দেখালে টিক চিহ্নতে ক্লিক করবেন আপনাদের ইউজার নেম সেট হয়ে যাবে এবং আপনাদের ইউজারনেম যেটা টাইপ করে দিলেন অ্যাভেলেবল দেখালো সেটাই আপনার ইউজারনেম। কোনো কিছু বুজতে সমস্যা হলে নিচে থেকে ছবি গুলো দেখুন↓↓↓
এভাবে মূলত আপনি আপনার ইউজার নেম সেট করবেন টেলিগ্রামে।
তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।