” দেনমোহর “

👉যারা রাস্তায় ২ টাকা, ৫ টাকা চায়,

তাদেরকে ভিখারি বলে।

👉আর যারা বিয়েতে দেনমোহর ৭ লক্ষ,৮ লক্ষ টাকা চায়,

তাদেরকে মর্ডান ভিখারি বলে।

কথাটা সত্য কারন,

মেয়ের বাবা মা চায় না ছেলেটি তার মেয়েকে ছেড়ে চলে যাক…

আচ্ছা,ছেলেটি না হয় যাবে না,কিন্তু আপনার আদরের মেয়েটি যে শান্তি মত সংসার করবে সেটার গ্যারান্টি কি? মেয়ে পরকীয়া করবে অথচ ৭ লাখ ৮ লাখ দেনমোহর এর জন্য ছেলেটি ছাড়তে পারতেছে না সেটা কে বলবে?

যারা দেনমোহর ঠিক করেন,তারা কি একবারো হাদিস পড়েছেন?একবারো ছেলের মতামত জানতে চেয়েছেন যে ছেলেটি এতো টাকা দেনমোহর দিতে পারবে কিনা?

আবার বলেন যে দেনমোহর যত বেশি হবে,ছেলেটি মেয়েটিকে ছেড়ে দিবে নাহ।মানলাম আপনাদের কথা,কিন্তু দেনমোহর বেশি হলে যে ছেলে মেয়ে উভয় এক সাথে থাকবে তার গ্যারান্টি আপনি দিতে পারবেন?

ভাগ্য আর মনের মিল থাকলে ৫০,০০০ টাকা দেনমোহর দিলেও তারা একে অপরকে ছেড়ে দিবে নাহ,আর ভাগ্যের বিপরীত আর মনের অমিল থাকলে যতই লাখ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করেন না কেনো,একটা সময় তাদের মধ্যে ছাড়া হয়ে যাবে।

সুতরাং দেনমোহর ছেলের সাধ্যের মধ্যেই দেওয়া উচিত।

Related Posts

9 Comments

মন্তব্য করুন