আজ আমি আপনাদের মাঝে কয়েকটি প্রযুক্তিগত সাইট নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ ক্ষেত্রে প্রযুক্তির উপর নির্ভর করি। যারা ইন্টারনেট সম্পর্কে কিছুটা জানেন সমস্যা সমাধানের জন্য জনপ্রিয় প্রযুক্তি সাইটে যান। তো চলুন কয়েকটি জনপ্রিয় প্রযুক্তি সাইট সম্পর্কে কথা বলি।
১. Techtunes(টেকটিউনস)
জনপ্রিয় টেকটিউনস প্রথম ২০১১ সালে চালু হয়েছিল। টেকটিউনস গুগল অ্যাডসেন্স পাশাপাশি নিজস্ব স্পনসর ব্যবহার করছে। আপনি চাইলে কন্টেন্ট লিখে টেকটিউনস থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তবে তারা ভালো কন্টেন্ট কেই গুরুত্ব দেয়। আপনি যদি ইউটিউবার হন তবে আপনি আপনার ভিডিওগুলিতে টেকটিউনস থেকে ভিউ পেতে পারেন।
২. Trickbd(ট্রিক বিডি)
জনপ্রিয় এই ট্রিক বিডি প্রথম ২০১৩ সালে এর যাত্রা শুরু হয়।ট্রিকবিডি এখন গুগল এডসেন্স ব্যবহার করছে। ট্রিকবিডি থেকে চাইলে আপনি টাকা ইনকাম ও করতে পারেন কনটেন্ট লিখে।
৩. Pchelpcenterbd(পিসি হেল্প সেন্টার বিডি)
পিসি হেল্প সেন্টার বিডি একটি জনপ্রিয় একটি সাইট। পিসি হেল্প সেন্টার বিডি এর কনটেন্ট খুবই ভালো। যার কারনে তাদের এই সফলতা।
৪. Grathor.com(গ্র্যাথোর.কম)
গ্র্যাথোর.কম একটি জনপ্রিয় ব্লগিং সাইট। চাইলে আপনি টাকা ইনকাম ও করতে পারেন কনটেন্ট লিখে।