আসসালামু আলাইকুম।
কেমন আছেন বন্দুগন? আসা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন।
##টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের টিউন সম্পর্কে।
#তো বন্দু-গন আপনারা হয়তো সকলে ইমু এপ্সটি ব্যাবহার করেন তাইনা?
আর আমি যদি বলি আপনি এই ইমু এপ্সটি দিয়ে কি করেন? আপনারা সকলে বলবেন যে আমরা এটি দিয়ে দেশ বিদেশে থাকা বন্দু বান্দব বা আত্বিয়দের সাথে ভিডিও কথা বলে থাকি।
তো আজ আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনারা সকলে ইমু এপ্সটির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
কিভাবে টাকা ইনকাম করবো? আর এটাও কি সম্বাভ?? হ্যা, এটা সম্বাভ আর এটা কিভাবে সম্বাভ, কিভাবে টাকা ইনকাম করবেন চলুন জেনে নেই।
#প্রথমে আপনারা আপনাদের ফোনের স্কিনে চলে আসবেন, এবার প্লেস্টর এ চলে আসুন।
খোজ করুন Imo app তারপর প্রথমে যেই এপ্সটি দেখতে পাইতেছেন সেই এপ্সটি ডাউনলোড করে নিন।
##এবার আপনি আপনার বাংলাদেশি ফোন নাম্বারটি দিয়ে দিন মনে রাখবেন আপনি যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে OTP কোড জাবে সেটি দিয়ে দিন।
এখন আপনার ফোনে থাকা সেভ নাম্বার গুলোর মধ্যে জারা ইমু ব্যাবহার করে তাদের আপনি দেখতে পাবেন
।
এবার আপনারা ইমুতে টাকা ইনকাম করার জন্য যেটা করতে হবে, সেটি হলো এখান থেকে থিরি ডট লাইনের উপর একটি ক্লিক করে দিবেন।এরপর দেখতে পাবেন এমন একটি পেজ অপিন হয়ে যাবে।।
এবার আপনারা লক্ষ করলে দেখতে পাবেন প্রথমে আপনার নাম এবং ফোন নাম্বারটি। আরো একটু লক্ষ
করলে দেখবেন তার নিচে free Daimond এটার উপর ক্লিক করবেন।
বন্দু-গন ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে Watch for free এটার উপর ক্লিক করে ডাইমোন্ড পেতে পারেন। আপনারা চাইলে Get for free এটার উপর ও ক্লিক করে ডাইমোন্ড পেতে পারেন।
আপনাদের হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে ডাইমোন্ড দিয়ে কি করবো?? এটার উওর হলো, আপনি যে ডাইমোন্ড গুলো ইনকাম করবেন সেই ডাইমোন্ড বিক্রি করে টাকা পেতে পারেন।
#####এবার আমরা সকলে জানবো কিভাবে ডাইমোন্ড বিক্রি করে টাকা নিবো। সেই জন্য আপনারা দেখতে পাবেন এখানে রিচার্জ এটার উপর ক্লিক করুন।
আপনারা লক্ষ করলে দেখতে পাবেন তাহারা একটি তালিকাতে বলে দিয়েছে যে আপনি কত ডাইমোন্ডে কত টাকা করে পাবেন।
এবার আপনি কিশের মাধ্যমে টাকা পেতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন।
আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়, বা কোন কিছু জানার থাকে কমেন্ট করবেন।
এবং আপনারা কি রকম পোস্ট পেতে চান?
তা অবশ্যই কমেন্টে জানাবে।
আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রোপে জয়েন্ট হতে পারেন। এখানে ক্লিক করুন
লেখক: মুহাম্মাদ সজিব/Love.com
(আল্লাহ হফেজ)