নতুন বছর প্রত্যেকের জন্য নতুন বার্তা বয়ে নিয়ে আসে।নতুন বছরে মানুষ নতুন উদ্যোমে তার যাত্রা শুরু করতে চায়। পুরোনো সব দুঃখ কষ্ট ভুলে মানুষ তার সফলতার মশাল এগিয়ে নিতে চায় সারা বিশ্বজুড়ে। প্রতিবার নতুন কিছু শুরু করার তীব্র নেশায় নতুন বছর নতুন উদ্যোগে হাজির হয় আমাদের সামনে। নতুন বছরে মানুষ ভুলতে চায় তার সকল না পাওয়ার কষ্ট। হয়ে উঠতে চায় একজন সফল ব্যক্তি। এগিয়ে যেতে চায় সামনের দিকে। নতুনের উদ্যোগে যাত্রা শুরু করা মোটেও সহজ জিনিস নয়। বারবার বিফল হবেন, বার বার পূর্বের না পাওয়া মনে পড়বে। তবুও হার মানবেন না। এগিয়ে চলবেন আপনার আপন মহিমায়। নতুন বছরের ছুটে চলার তীব্র নেশায় কতগুলো বিষয় মেনে চলার চেষ্টা করুণ : ১.আপনি নতুন বছরের প্রথম দিন থেকে শুরু করতে পারেন নিয়মিত ব্যায়ামচর্চা। এতে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। ২.বছরের প্রথম দিন থেকে রুটিন করে চলার চেষ্টা করুণ। ৩. নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। ৪.প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। ৫.কারোও সাথে অযথা ঝামেলায় ঝড়াবেন না।কেউ আপনার ক্ষতি করলে তার সাথে বিবাদে জড়াবেন না। ৬.কোন একটি নতুন ভাষা শেখার চেষ্টা করুণ। ৭.নতুন কিছুর জন্য নিজেকে প্রস্তুত করুণ। ৮.পুরোনো সকল দুঃখ কষ্টের কথা ভুলে সামনের দিকে নিজেকে নিবেদিত করুণ। ৯.প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলুন। ১০.প্রতিদিন একটি হলেও ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলুন। নতুন বছরে পুরোনো সকল গ্লানি ভুলে নতুন উদ্যোগে সামনে এগিয়ে নিতে হবে। সময়ও নদীর স্রোত কারোও জন্য অপেক্ষা করেনা। আপনি যাই করবেন না কেন তার প্রভাব আপনার কর্মফল নির্ভরশীল। তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার কর্মের ফলে আপনি চারদিকে নিজের শক্ত অবস্থান গড়ে তুলুন। ৷ নিজের পূর্বের কর্মের নিজেকে দোষারোপ না করে ভবিষ্যতে সেই ভুলগুলো যাতে আর না করেন সেইদিকে মনোনিবেশ করুন। আপনি যেই কাজ করেন না কেন ফলাফল যাই হউক কেন ধৈর্য হারাবেন না। আপনি আপনার কাজ করে যাবেন। চেষ্টা করে যাবেন। নিজের উপর ভরসা রাখবেন সফল আপনি হবেনই।
Related Posts
আটলান্টিস ডেকোরা বর্তমানে বই থেকে শুরু করে প্রসাধনী, ফ্যাশন, ইলেকট্রনিক্স,গৃহস্থালী এবং বাচ্চাদের খেলাধুলার সামগ্রী পর্যন্ত বিস্তৃত পণ্য সরবরাহ করে। তারা…
আজকের পোস্টে আমরা চাঁদের অমাবস্যা উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র, রিভিউ নিয়ে কথা বলতে যাচ্ছি। চাঁদের অমাবস্যা উপন্যাসের লেখকের নাম কি, চাঁদের…
আমাদের পৃথিবীতে অনেক অনেক রকম ফোন এর ব্রান্ড রয়েছে। যেমন:- Samsung, Redmi, Google, OnePlus, Vivo, Oppo, Symphony ইত্যাদি। এতগুলো ব্রান্ডের…
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম হিমালয়…
টেকনোলোজির সাথে যারা আপডেট থাকনে, তারা আর কোন খবর রাখুক আর না রাখুক, অ্যাপেল এর প্রোডাক্ট রিলিজ কিংবা প্রেস রিলিজ…
4 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Nice
ভালো
Nice
ok