বাংলাদেশ ক্রিকেটের কয়েকজন সুপার হিরোর নাম যদি নেওয়া হয় তার মধ্যে মোহাম্মদ আশরাফুল অন্যতম ।বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে আশরাফুলের অবদান অস্বীকার করার মত নয় । আমাদের সবারই ছোটবেলার নায়ক মোহাম্মদ আশরাফুল । আশরাফুল ছিল বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ ,যাকে ছাড়া বাংলাদেশে ক্রিকেট দলের স্কোয়াড কল্পনাই করা যেত না। তবে তার ব্যাটিং গড় কিন্তু আহামরি ছিল না। তার ব্যাটিং গড় বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ডিভিলিয়ার্স দের মত এত বেশি নয় কিন্তু শুধু রানের পরিসংখ্যান দিয়ে মোহাম্মদ আশরাফুলকে বিচার করা যাবে না। তার হাত ধরেই তো বাংলাদেশ পেয়েছে বড় বড় দলের বিরুদ্ধে বিশাল বড় বড় জয় ।অস্ট্রেলিয়া ,সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ,নিউজিল্যান্ড এর মতো দলকে হারাতে মোহাম্মদ আশরাফুল কিন্তু ছিল মূল নায়ক এর ভূমিকায়। কিন্তু এত এত সুনাম এত এত ভালোবাসাও আশরাফুলের মন ভরে নি, তাকেও ক্রিকেটের সবচেয়ে জঘন্যতম কাজ সেটা কলার ভূত চেপে বসেছিল। তিনিও ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত হন। এর আগে 2012 সালের বিপিএলে আশরাফুল তিনি তার পুরনো ফর্ম ফিরে পেয়েছিলেন ,পেয়েছিলেন সেঞ্চুরি আর তার থেকে পুরো টুর্ণামেন্টে এসেছিল রানের ফুলঝুরি ।যা ফলাফলস্বরূপ শ্রীলঙ্কা সফরে ডাক পেয়ে আশরাফুল খুবই ভালো খেলেন। তারপর জিম্বাবুয়ে খেলার পরেই বাংলাদেশ ক্রিকেট জন্য দুঃসংবাদ আসে।আইসিসির তদন্ত কমিটির তদন্ত করে প্রমাণ পাই যে আশরাফুল ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত ছিল ,বিপিএলের কিছু সংখ্যক ম্যাচ এবং আন্তর্জাতিক কিছু ম্যাচে।এর ফলে তাকে 8 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় । তখন মাহমুদ আশরাফুল দেশবাসীর কাছেক্ষ চেয়েছিল যার ফলে তার শাস্তি পাঁচ বছরে নামিয়ে আনা হয়।আশরাফুল গত 2 সিজন যাবত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলে আসতেছে।মোটামুটি ভালই পারফরম্যান্স করতেছে। 2018 সালের বিপিএলে দল পেয়ে তিন ম্যাচ খেলার সুযোগ পেলেও এ বছরের বিপিএলে কোন দলই পাননি। আর এই সময়টাকেই আশরাফুল কাজে লাগিয়েছে নিজেকে ফিট করার । গত মঙ্গলবার অনেকদিন পর ক্যামেরার সামনে পাওয়া যায় মোহাম্মদ আশরাফুলকে।আর তাকে দেখে মনে হয়েছিল 20 বছরের তরুণ।আশরাফুল বলেন গত 50 দিন যাবত তিনি খাওয়ার উপর কন্ট্রোল এবং জিম করে 12 কেজি ওজন কমিয়েছেন তিনি নাকি বিপ টেস্ট ও দিয়েছে সেখানে তার স্কোর এসেছে 11.5 যে স্কোর কিছুদিন আগে ছিল দশের কিছু উপরে। আশরাফুল মনেপ্রাণে বিশ্বাস করে তিনি আবার বাংলাদেশ ক্রিকেট টিমের ফিরতে পারবে বিশেষ করে সাদা পোশাকের লাল বলের খেলা তে। সে অনুযায়ী পরিশ্রম করে যাচ্ছে রাত দিন ।নিজেকে ফিট রেখে তৈরি হচ্ছে। আমরা আশরাফুল প্রেমিকরা আশায় আছি আমাদের আশরাফুল ফিরে আসবে আন্তর্জাতিক ক্রিকেট খেলায়, আবার আমাদের জাতীয় দল কে প্রতিনিধিত্ব করে গ্যালারি মাতাবে।
জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিলেন বেন স্টোকস’
ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের ক্রিকেটার ক্যারিয়ার পড়লো হুমকির মুখে। ভারতের বিপক্ষে চলমান সিরিজ থেকেও বাদ পড়তে পারেন তিনি। এরপর আদালত...