আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় করি।
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। পদ্মা ,মেঘনা,যমুনা ছাড়াও এদেশে রয়েছে অনেক অনেক ছোট বড় অনেক অনেক নদী। নদীমাতৃক এই দেশে তাই নদীর অভাব নেই। যেদিকে দুচোখ যায় সেই দিকে দেখতে পাবেন ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী। নদীর উপর বয়ে চলা পালতোলা নৌকা নদীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয় দ্বিগুনভাবে। যদি যেন সৌন্দর্যকে বাড়িয়ে গভীরভাবে।
প্রত্যেকটি নদীর রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য। প্রত্যেকটি নদীর রয়েছে আলাদা আলাদা গল্পকথা। নদীর সৌন্দর্যে মুগ্ধ হয় নি হয় নি এমন মানুষ কখনো খুঁজে পাওয়া যায় নি। কত কত কবি সাহিত্যিক শুধুমাত্র নদীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে রচনা করেছেন নানান ধরনের কবিতা এবং সাহিত্য সমাহার।
নদী নিয়ে রচিত হয়েছে নানান ধরণের উক্তি। নিচে কয়েকটি উক্তি আপনাদের সামনে তুলে ধরবো:
১.উক্তি:
“সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না “।
২.উক্তি:
“নদীর এপার ছাড়িয়া নিশ্বাস
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস “।
৩.উক্তি:
“নদী কখনো হ্রদের মতো হতে চায় না
কারণ যদি হ্রদের মতো স্থির থাকতে চায় না “।
৪.উক্তি:
“ক্ষুদ্র পিঁপড়ের কাছে একটি নদীই সমুদ্র”।
৫.উক্তি:
“নদীর বুকে হাটছে আলো
আঁকছে বিকেল নতুন প্রেম
কাঁধের উপর ঠেকিয়ে মাথা
বাঁচছে হৃদয় বাঁচছে প্রেম “।
৬.উক্তি:
” যে যদি শুকায় স্রোত মোহনা মেশার আগে
ভাঙ্গনের ব্যথা মোচড় দিয়ে তার বুকেও জাগে “।
৭উক্তি:
“নদীর স্রোত হারিয়ে গেলে নতুন নদীর জন্ম হয় “।
৮.উক্তি:
‘খরস্রোতা যদি বয়ে চলে মোহনার দিকে “।
৯.উক্তি:
“করেছে সন্দি নদী নৌকার সঙ্গে আজ
রোজ উঠেছে জোয়ার ভাতার ঢেউ শরীরজুড়ে মনকেমনের সাজ “।
ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন