নারীর চুল নিয়ে ছোট কবিতা | খোলা চুল নিয়ে কবিতা

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন  এবং সুস্থ সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি।

চুল নারীদের জন্য এক অনংকার স্বরূপ। নারীদের জীবনে তাই সৌন্দর্যের অংশ হিসেবে যুগ যুগ  চুলের চাহিদা রয়েছে। সময় জোটই আধুনিক এখন হয়েছে না কেন লম্বা চুলের চাহিদা রয়েছে সকল কালেই। আগের দিনে নারীদের সৌন্দর্যই বিবেচনা করা হতো লম্বা চুল দিয়ে। যার চুল যতই লম্বা সে ততই সুন্দুরী হিসেবে বিবেচনা করা হতো। চুলের যত্নে তাই যুগ যুগ ধরে নানান ধরণের পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে।

চুল নারীদের সৌন্দর্যের  প্রতীক। আর সেই কারণে যুগ যুগ  ধরে কবি সাহিত্যিকরা চুলের যত্নে রচনা করেছেন নানান ধরণের গল্প কিংবা কবিতা। তাই আপনাদের সুবিদার্থে কিছু কবিতার অংশবিশেষ তুলে ধরা হলো :

   কবিতা ১ :

“তোমার ভেজা চুলের গন্ধ
আর মুখে মিষ্টি হাঁসি একরাশ
এমনি করেই জমে উঠুক
আমার প্রতিটি সকালের প্রাত:রাশ “।

কবিতা ২:

“খোলা চুলে অগোছালো
রয়েছে অবাধ স্বাধীনতারায় !
হাসিতে পড়ছে ঝোড়ো জোৎস্নার আলো
সেই আলো আজ মন হারানোর পথ দেখায় !
গোলাপের মতো ঠোঁট ,
মনোমুগ্ধকর উঠেছে মেতে
স্নিগধ চাহনির ভাসমান স্রোতে
স্বপ্ন বাস্তব সব এলোমেলো হয়ে যায় “।

কবিতা ৩:

“বালিকা তুই ভুল করিয়া
খুলিসনে তোর চুল
না হয় আমি নয়ন জুড়িয়ে
করতে পারি ভুল
নয়ন জুড়ানো রেশমি চুলে
হৃদয় ছুঁয়ে যায়
আদর করে দিবো তোকে
আমার স্বপ্নে আয়”।

কবিতা ৪:
“তোমাকে দেখেছি পথের ধারে
খোলা চুলে অপরূপ তোমার মুগ্ধতা
তোমাকে দেখেছি কলেজের বারান্দায়
সহস্র শতাব্দীর অসীম মুগ্ধতায় “।

আজ এই পর্যন্তই। সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

27 Comments

মন্তব্য করুন