যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই একটা/একাধিক ইমেইল ঠিকানা রয়েছে। কিন্তু এটা হয়তো অনেকেই জানেনা যে, নিজস্ব কোন ইমেইল সারাও মেইল রিসিভ করা যায়, আর সেটা করা যায় ”১০ মিনিট মেইল (10minutemail)” নামে একটি মেইল ডেলিভারী নেটওয়ার্ক কোম্পানী ওয়েবসাইট থেকে – যারা শুধুমাত্র ১০ মিনিটের জন্য মেইল আইডি দিয়ে থাকে – আজ আমি আপনাদের ”১০ মিনিট মেইল” এর ব্যবহার পদ্ধতি দেখাবো। কেউ যদি তার ব্যক্তিগত ইমেইল Hide করতে চাই তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করে মেইল রিসিভ করতে পারেন।
তো চলুন শুরু করা যাক:
প্রথমে আপনি এই লিংকে যান। নিচের ছবিটি লক্ষ্য করুন;
তারপর বক্স থেকে আপনার Temporary মেইলটি সংগ্রহ করুন আর পাঠিয়ে বন্ধু বা ক্লাইন্টকে যার কাছ থেকে মেইল রিসিভ করতে চান এবং বাম পাশে থাকা ১০ মিনিট Countdown Timer টি দেখুন – ঠিক সেই Timer অনুযায়ী মেইলটি ব্যবহার করতে পারবেন। নিচের স্ক্রীনসর্ট অনুসরণ করতে পারেন;
যদি ১০ মিনিট পর মনে হয় মেইলটি আরো কিছুক্ষন দরকার, তাহলে ”Give me 10 more minutes “ লেখায় ক্লিক করুন সাথে সাথে আরো ১০ মিনিট পাবেন।নিচের ছবি দেখুন;
কিভাবে মেইল ইনবক্স চেক করবেন?
ইনবক্স সহ যাবতীয় অপশন সবগুলো ওখানেই(একই পেইজে) পাবেন। প্রয়োজনে ছবিটা ফলো করুন;
তো পাঠক বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।
পোস্টি কে যদি ভালো লাগে শেয়ার করবেন।
ধন্যবাদ।