নিজের ভিতর পশুত্বকে দূর করতে হবে অহংকার ভুলে

অতি বড় হয় নাকো ঝরে পড়ে যাবে | এই উক্তিটি আমরা কম বেশি সবাই জানি | এই উক্তিটি দিয়ে স্পষ্ট বোঝা যায় যে অহংকার দিন দিন বাড়তে থাকলে মানুষ একসময় শেষ হয়ে যাবে যেমন ভাবে একটি গাছ অতিরিক্ত বড় হতে থাকলে ঝরে পড়ে যায় ঠিক সেই ভাবে| অহংকার এমন একটি জিনিস যেটি আপনার মধ্যে যদি এতটুকু থাকে আপনি ধূলিসাৎ হয়ে যাবেন | আর বাঙালিদের মধ্যেই অহংকার করার প্রবণতা একটু বেশীই দেখা যায় | টাকা,পয়সা,বাড়ি,গাড়ি এবং নিজেদের পরিবারের স্ট্যাটাস নিয়ে কম বেশি অহংকার অনেকের মাঝেই দেখা যায় |কেউ কেউ নিজের সুন্দর চেহারা নিয়েও অনেক অহংকার করে থাকে | তার থেকে কম সুন্দর মানুষকে নিকৃষ্ট মনে করে |

আমাদের ইসলাম ধর্মে বলা আছে যার অন্তরে বিন্দু পরিনাম অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবেন | আর তাছাড়া অহংকারকারীকে মহান আল্লাহতায়ালা ও পছন্দ করেন না | সুতরাং এটি দ্বারা বুঝাই যায় কারো মাঝে বিন্দুমাত্র অহংকার থাকা যাবেনা | আর সব থেকে বড় কথা আমাদের নবী রাসুলরা কোনোদিন ও অহংকারের দিকে যাননি | এতো বড় নবী রাসূল হয়েও উনারা সবসময় সাধারণ মানুষের মতোই জীবন যাপন করেছেন| সাধারণ মানুষের মতোই সবার সাথে মিশেছেন | তিল পরিমান অহংকার উনাদের মনে ঠাঁই পাইনি কখনো |

অথচ আমাদের সমাজে বিত্তবান লোকেরা প্রতিপত্তি নিয়ে কত অহংকার | সাধারণ মানুষকে তারা মানুষ বলেই মনে করে না | এমনকি বিত্তশালীরা তার থেকে কম সামর্থ্যবান মানুষকেও সারাক্ষন নিজের সম্পদের কথা গর্ব ভরে শুনাতে ব্যস্ত থাকে |সম্পত্তি টাকা পয়সা নিয়ে অহংকার করতে করতে তারা নিজেদের থেকে কম সামর্থ্যবান আত্মীয় স্বজন কেও মানুষ বলে গণ্য করেনা|

কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সে সম্পূর্ণ এক হয়ে পড়ে | তখন তার মনে আফসোসের শেষ থাকে না | সে তার বিপদে কাউকেই পাশে পায়না এমনকি আত্মীয় স্বজনকেও নয় |

তাই কখনোই আমাদের মনে অহংকারকে স্থান দেয়া যাবেনা | ধনী গরিব সকলেই আল্লাহর সৃষ্টি| কাউকেই নিকৃষ্ট দৃস্টিতে দেখা যাবে না | মানুষকে মানুষ বলে গণ্য করতে হবে | এইসব টাকা পয়সা ধন সম্পত্তি একসময় কোনো কাজেই আসবে না |

তাছাড়া একটি কথা আছে আজকের রাজা কালকের ফকির অর্থাৎ এই সম্পত্তি আজ আছে কাল নাই | আল্লাহ চাইলে এক মুহূর্তে যে কাউকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে|

আপনি একজন ভিনদেশি মানুষকে দেখে কখনোই বুঝবেন না সে আসলে রাজা নাকি প্রজা | তাদের মধ্যে নেই কোনো অহংকার নেই কোনো ভেদাভেদ| যার কারণেই বাইরের দেশগুলোতে অশান্তি অনেক কম লক্ষ্য করা যায় |

তাই সময় থাকতেই আমাদের অহংকার মন থেকে দূরীভূত করা উচিত | অহংকার ভুলে সকলে একসাথে মিলেমিশে থাকা উচিত | তাহলে আল্লাহ ও আমাদের অনেক ভালোবাসবেন |

Related Posts