নির্ঝঞ্ঝাট ঢাকাকেই যেন লাগছে বড্ড বেশি আপন

কয়েকদিন ধরে নিজেদের চিরচেনা ঢাকাকে বড্ড বেশি অচেনা লাগছে | কিন্তু ঢাকার অচেনা রূপটাকেই যেন সবার খুব আপন মনে হচ্ছে | গত বুধবার হয়ে গিয়েছে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা | আর এই উৎসবকে কেন্দ্র করেই হাজার হাজার মানুষ ঢাকা ছেড়ে ছিলেন পরিবার পরিজনের সাথে ঈদ করতে|

তবে কেউ কেউ রয়ে রয়ে গিয়েছেন উৎসব করতে তাদের চিরচেনা ঢাকায় | কিন্তু এই ঢাকা চিরচেনা হলেও কয়েকদিন যাবৎ যেন একে চিনাই যাচ্ছে না | রাস্তায় নামলে নেই কোনো জ্যাম ,নেই কোনো ভিড়| রিকশা,গাড়ি নিয়ে ছুটে চলা যায় নিজের মন মতো করে | তবে এমন ঢাকাতে পায়ে হেটেও শান্তি আছে | যারা ঈদ করতে ঢাকায় রয়ে গিয়েছেন তারা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে | যার কারণে ঢাকার ঐতিহাসিক বিনোদন কেন্দ্রগুলো যেমন শিশু পার্ক , সংসদ ভবন , ধানমন্ডি লেক ,জাদুঘর এসব জায়গায় রয়েছে উপচে পড়া ভিড় |

যারাই এই কয়দিনের ছুটি পেয়ে ঘুরতে বেরিয়েছিলেন তাদের মুখে ছিল একটাই কথা যদি সবসময় ঢাকা এমনভাবে পরিলক্ষিত হতো | সবার মনেই একটি দীর্ঘ ইচ্ছা রাস্তায় নামলে নিজঝঞ্ঝাট এবং নিরাপদভাবে তাদের গন্তব্ব্য স্থলে পৌঁছানো | যদিও সেটি ঈদ,পুজো অথবা বড় কোনো ছুটি ছাড়া ঢাকায় তেমন সম্ভব নয় বললেই চলে |

দীর্ঘদিনের চিরচেনা ঢাকাকে বড় ধরণের ছুটিতে অচেনা লাগার একটাই কারণ আর সেটি হলো ঢাকায় বসবাসকারী জনসংখ্যার একটি বড় অংশ এসব ছুটিতে চলে যায় গ্রামে | এর থেকে বুঝাই যায় ঢাকায় প্রয়োজনের তুলনায় অধিক জনবসতি যা দিন দিন ঢাকায় বসবাসের অযোগ্য করে তুলছে | গ্রাম থেকে হাজার হাজার মানুষ কাজের তাগিদে ঢাকায় আসছে | তার উপর এখন প্রায় সবারই আছে নিজস্ব গাড়ি| তার অধিকাংশ ড্রাইভারই প্রশিক্ষণ প্রাপ্ত নয় | যার কারণে রাস্তায় নামলেই চোখে পরে মানুষ আর মানুষ,সেই সাথে জ্যাম | এজন্য ঢাকাকে জ্যামের শহর ও বলা হয় | প্রয়োজনের তুলনায় এতো জনবসতি ঢাকায় বিশৃঙ্খলা সৃস্টি করছে | যার ফলে ঢাকা দিন দিন বসবাসের অযোগ্য মনে হচ্ছে |

অসম্ভব হলেও সবার মনে যেন একটাই দাবি গত কয়েকদিনের অপরিচিত ঢাকাকেই সারাজীবনের চিরচেনা ঢাকা হিসেবে গড়ে তোলা |

Related Posts

4 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন