হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের আর্টিকেল এ আমরা এমন কয়েকটি অ্যাপস এর সম্পর্কে জানবো যেগুলো দ্বারা আমরা যেকোনো গান রেকর্ড করতে পারবো। বলতে পারেন গান রেকর্ড করার অ্যাপস। নির্বাচনের গান বানানোর সফটওয়্যার, গান বানানোর সেরা ৩ টি অ্যান্ড্রয়েড অ্যাপ –
এমনিতে আপনি যদি একটি গান গাইবেন বলে ভেবে থাকেন তবে আপনাকে বিভিন্ন মিউজিক ইন্সট্রুমেন্টাল এবং বিভিন্ন প্রস্তুতি নিতে হবে। বলা যায় একটি গান তৈরি করতে গেলে আমাদের বেশ কয়েকটি বিষয় ঠিক রেখে তারপর কাজ করতে হয়। কিন্তু কেমন হয়? যদি পছন্দের গানের ইন্সট্রুমেন্টাল এর সাহায্যে সরাসরি আমরা আমাদের গান রেকর্ড করতে পারি? হ্যাঁ, বিষয়টা অবশ্যই দারুন হয়। একটা সময় আমি ভাবতাম এমন কোনো অ্যাপস বা সফটওয়্যার হয়তো নেই যা মাধ্যমে সহজে পছন্দের গান রেকর্ড করা যাবে। কিন্তু ফাইনালি কয়েকটি অ্যাপ আমি পেলাম যেগুলো সত্যিই অসাধারণ। অনেক কথা হয়ে গেলো চলুন এমন কিছু অ্যাপ এর বিষয়ে জানা যাক।
গান বানানোর সেরা ৩ টি অ্যান্ড্রয়েড অ্যাপঃ
১. smule: social karaoke music app: গান বানানোর অ্যান্ড্রয়েড অ্যাপ গুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটি অ্যাপস এটি। এই অ্যাপ থেকে পছন্দের গান সার্চ করে বেছে নিয়ে সেই গানের ইন্সট্রুমেন্টাল এর সাথে সহজেই আপনি আপনার ভয়েস যোগ করতে পারবেন। কোনো প্রকার ঝামেলা ছাড়া সহজে আপনি গান তৈরি করে ফেলতে পারবেন অ্যাপটি দ্বারা। অ্যাপটি প্লে স্টোরে রয়েছে, রেটিং রিভিউ অনেক ভালো অ্যাপটির। সুতরাং গান রেকর্ড করার ক্ষেত্রে আপনার পছন্দের একটি অ্যাপ হতে পারে এটি।
২. Starmaker : Sing free karaoke: যদিও কয়েক মাস আগেও এই অ্যাপটির তেমন জনপ্রিয়তা ছিল না। কিন্তু বর্তমান সময়ে গান বানানোর ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ স্টারমেকার। বাংলাদেশ সহ ভারতে এই অ্যাপটির বিপুল ব্যাবহারকারী রয়েছে। এই অ্যাপে যেকেউ একটি অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে তার পছন্দের গানটি রেকর্ড করতে পারেন।
৩. The voice – sing karaoke: গান তৈরি করার আরো একটি জনপ্রিয় অ্যাপস এটি। উপরের দুটি অ্যাপস ব্যবহার করে আপনাদের ভালো যা লাগলে আপনারা এই অ্যাপটির মাধ্যমে গান বানাতে পারেন। এই অ্যাপটিতে প্রায় বিভিন্ন আপডেট আসতে থাকে যে কারণে আমার এই অ্যাপটি অনেক পছন্দের। গান রেকর্ড করা কালীন ভিডিওতে ও আসতে পারবেন অ্যাপটি দ্বারা।
এতক্ষণ পর্যন্ত আমরা গান রেকর্ড করার সেরা কিছু অ্যাপ সম্পর্কে জানলাম, কিন্তু কিভাবে আমরা এই অ্যাপ ব্যবহার করে গান বানাতে পারি চলুন সে বিষয়ে জেনে নেই।
কিভাবে গান রেকর্ড করবেন?
চিন্তার কোনো কারণ নেই, গান রেকর্ড করার প্রক্রিয়া একদমই সোজা। নিচের স্টেপ গুলো অনুযায়ী কাজ করুন।
- স্টেপ ১. আপনার যে অ্যাপটি পছন্দ সেটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে, ইনস্টল করে নিন।
- স্টেপ ২. অ্যাপ ইন্সটল হয়ে গেলে ফ্রীতে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। যেকেউ সহজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। জিমেইল/ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিন।
- স্টেপ ৩. অ্যাকাউন্ট তৈরি করা হলে আপনি প্রধান ইন্টারফেস দেখতে পাবেন, আপনি বিভিন্ন গানের ক্যাটাগরি দেখতে পারবেন, যেগুলোতে ক্লিক করলেই আপনি সেগুলো ব্যবহার করে গান রেকর্ড করতে পারবেন। তবে আপনি একদম উপরে সার্চ অপসন দেখবেন, সেখানে আপনার পছন্দের গান লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর Sing ক্লিক করে শুধু গান গাওয়ার পালা।
- স্টেপ ৪. গান রেকর্ড করা হলে আমি সেগুলো বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারবেন।
এই ছিল মূলত আজকের আর্টিকেল, আশা করছি ভালো লেগেছে। শেষ করছি এইটুকুতে, আল্লাহ হাফেজ।