ফ্রিতে একটি website তৈরি করে নিন HTML code ছাড়া

আজকে আমি এমনই একটি রিভিউ দিতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনি হতে পারেন একজন ওয়েব ডেভলপার।

**বর্তমান সময়ে প্রতিটা ব্যক্তির প্রতিটা কম্পানির প্রতিটা সেলিব্রিটি প্রশ্নের একটি করে ওয়েবসাইট কাকা খুব কমন ব্যাপার।
**কারন মানুষ বেশিরভাগ কাজ অনলাইন ভিত্তিক করে থাকে।

**পৃথিবীর প্রতিটা কোম্পানির একটি করে ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে তার বিভিন্ন পণ্যের রিভিউ দিয়ে থাকে। তাদের পণ্যের গুণগত মান এবং ছবি সহ আপলোড করে থাকে সেই তাদের ওয়েবসাইটের মাধ্যমে। যেহেতু পৃথিবী এখনো অনলাইন ভিত্তিক সেতু ওয়েবসাইটের কোনো বিকল্প নেই।তাই আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের নাম বলবো যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটি পার্সোনাল ব্লগ
ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন খুব সহজে।
এর জন্য আপনার কম্পিউটারে বা মোবাইল ভার্সনেও এ কাজটি করা যেতে পারে,
যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর ব্রাউজারের সার্চ বক্স এ লিখবেন
Blogger.com
এটা লেখার পর সর্বপ্রথম যে অপশনটি চলে আসবে সেটির মধ্যে প্রেস করবেন।
যেহেতু আপনি সেখানে প্রথম তাই আপনাকে প্রথমেই একটি একাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সেজন্য আপনাকে রেস্টরে ক্লিক করতে হবে।
এবং আপনার ইউজারনেম ই-মেইল এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিবেন।
রেজিস্টার করার পর আপনার সামনে একটি ইন্টারফেস করবে, create a blog
আপনি যখন ক্রিয়েটিভ লোক এর উপর প্রেস করবেন তখন আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে,
সেখানে লেখা থাকবে
*Title, আপনার ক্যাটাগরি অনুযায়ী টাইটেল টা দিয়ে দিতে পারেন এবং আপনি কি বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ের উপর ডিপেন্ড করে নামটা দিতে পারেন।
*Address, obviously আপনাকে একটি unique address দিতে হবে যে address টা ইতিপূর্বে কেউ ব্যবহার করেনি।
*তারপরে আপনাকে একটি domen add করতে হবে।

****যেহেতু সকল বিষয়ে লেখনীর মাধ্যমে বোঝানো সম্ভব না তাই আমি আপনাদের জন্য একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আপনি চাইলে একটি ব্লক ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন আপনার নিজের জন্য।
তাই অবশ্যই এই ভিডিওটি দেখে নিন।

Related Posts