নৌকা ভ্রমন নিয়ে কিছু মজার উক্তি | নৌকা ভ্রমনের স্ট্যাটাস

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই এবং সুস্থ আছেন।

নানান দিনের ব্যস্ততায় মানুষ চায় প্রকৃতির সানিধ্য।কিন্তু বর্তমানে করোনা মহামারী পরিস্থিতির কারণে মানুষ এখন গৃহবন্দি হয়ে আছেন।কিন্তু কয়েক দিন পর সব ঠিক হবার আশায় মানুষ আজো আশা ধরে বসে আছেন।আজকাল মানুষ বড্ড বেশী ব্যস্ত।মানুষ তাই চায় প্রকৃতির সান্নিধ্য।অবসর সময় চায় মানুষ প্রকৃতির ছোঁয়া।

আজকাল বিনোদন মাধ্যমগুলোতে চারপাশে ভার্চুয়াল জগতের ছোঁয়া লেগে আছে।বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোত আজকাল প্রকৃতির ছোঁয়া নেই বললেই চলে।তাই আপনি যদি প্রকৃতি প্রেমিক হতে থাকেন এবং প্রকৃতিই আপনার একান্ত ভালো লাগা হয়ে থাকে তাহলে আপনি যেতে পারেন নৌকা ভ্রমনে।নৌকা ভ্রমন এমন একটি রাইড যার মাধ্যমে আপনি প্রকৃতির এবং সেই সাথে নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন।

নদী বহমান এক বয়ে চলা জীবন্ত বস্তুর নাম।কারো কারো কাছে নদী আশীর্বাদ হলেও আবার কারো কারো কাছে কিন্তু নদী অভিশাপ।এত কিছুর পরেও নদী বয়ে চলে আপন গতীতে।প্রকৃতি প্রেমিদের কাছে নৌকা ভ্রমন এক মজার অভিজ্ঞতা।যারা একবার নৌকা ভ্রমন করেছেন তারা বার বার নদীর সেই মোহনীয় রূপে প্রেমে পড়ছেন।তাই নদীর সেই মোহনীয় রূপে পাগল ভক্তদের কথা চিন্তা করেই যুগে যুগে কালে কালে নৌকা ভ্রমনদের প্রেমিকদের জন্য নানান ধরণের উক্তি বের হয়েছে।নিচে নদী প্রেমিকদের নিয়ে কয়েকটা নৌকা ভ্রমনের স্ট্যাটাস , নৌকা ভ্রমণ উক্তি তুলে ধরা হলোঃ

উক্তি ১ঃ
“করছে সন্ধী নদী, নৌকার সঙ্গে আজ
রোজ উঠেছে জোয়ার ভাটার ঢেউ,
শশরীরজুড়ে মনকেমনের স্বাদ।”

উক্তি আছেঃ
“আমার নৌকাডুবি জানি তোমার তীরেই লিখা
সেইজন্যই পাল তুলেছি একা “।

উক্তি ৩ঃ
“আমি হবো মাঝি তুমি হবে তরী
আমাকে নিয়ে দেবে সুখ সাগর পাড়ি”।

উক্তি ৪ঃ
“তুমি যদি পাল তোলো আমায় নিউ সাথী দুজন মিলে পাড়ি দিবো বড় বড় নদী”।

উক্তি ৫ঃ
“ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনুয়া,পাখি হাইরে কান্দে রইয়া রইয়া”।

উক্তি ৬ঃ
“ভাঙা নৌকা ভাঙা মন।

উক্তি ৭ঃ
” মাঝি শুধু দেখছে ভাঙন
নদী শুধু লবন খায়”

উক্তি ৭ঃ
“জীবনটা যদি হতো নদী
ভাসিয়ে দিতাম ভেলা
নৌকা দিয়ে বেয়ে যেতাম
থাকতো নাকো মানা ”

উক্তি ৮ঃ
“জীবনটা এখন আটকে গেছে এই নৌকার হালে
তাইতো এখন ছন্দ খুঁজে স্রোতের তালে তালে”

উক্তি ৮ঃ
“জীবনটা নৌকার পালের মতো
কখনো নিজের গতিতে চলে
আবার কখনো অন্যের গতিতে”

উক্তি ৯
“দেহে ঠিক কোন এক নদীর বাস
অবশ করে হাতছানি দেয় সর্বনাশ”

উক্তি ১০ঃ
“হাটছে আলো নদীর বুকে
বাড়ছে নতুন প্রেম
কাধের উপর ঠকিয়ে মাথা
জাগছে নতুন প্রেম”

আশা করি আজকের পোস্টটির মাধ্যমে নৌকা ভ্রমণ নিয়ে অনেকগুলো উক্তি সম্পর্কে জানতে পেরেছেন। সামনে নতুন কোন বিষয় নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই এবং সুস্থ আছেন।

নানান দিনের ব্যস্ততায় মানুষ চায় প্রকৃতির সানিধ্য।কিন্তু বর্তমানে করোনা মহামারী পরিস্থিতির কারণে মানুষ এখন গৃহবন্দি হয়ে আছেন।কিন্তু কয়েক দিন পর সব ঠিক হবার আশায় মানুষ আজো আশা ধরে বসে আছেন।আজকাল মানুষ বড্ড বেশী ব্যস্ত।মানুষ তাই চায় প্রকৃতির সান্নিধ্য।অবসর সময় চায় মানুষ প্রকৃতির ছোঁয়া।

আজকাল বিনোদন মাধ্যমগুলোতে চারপাশে ভার্চুয়াল জগতের ছোঁয়া লেগে আছে।বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোত আজকাল প্রকৃতির ছোঁয়া নেই বললেই চলে।তাই আপনি যদি প্রকৃতি প্রেমিক হতে থাকেন এবং প্রকৃতিই আপনার একান্ত ভালো লাগা হয়ে থাকে তাহলে আপনি যেতে পারেন নৌকা ভ্রমনে।নৌকা ভ্রমন এমন একটি রাইড যার মাধ্যমে আপনি প্রকৃতির এবং সেই সাথে নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন।

নদী বহমান এক বয়ে চলা জীবন্ত বস্তুর নাম।কারো কারো কাছে নদী আশীর্বাদ হলেও আবার কারো কারো কাছে কিন্তু নদী অভিশাপ।এত কিছুর পরেও নদী বয়ে চলে আপন গতীতে।প্রকৃতি প্রেমিদের কাছে নৌকা ভ্রমন এক মজার অভিজ্ঞতা।যারা একবার নৌকা ভ্রমন করেছেন তারা বার বার নদীর সেই মোহনীয় রূপে প্রেমে পড়ছেন।তাই নদীর সেই মোহনীয় রূপে পাগল ভক্তদের কথা চিন্তা করেই যুগে যুগে কালে কালে নৌকা ভ্রমনদের প্রেমিকদের জন্য নানান ধরণের উক্তি বের হয়েছে।নিচে নদী প্রেমিকদের নিয়ে কয়েকটা উক্তি তুলে ধরা হলোঃ

উক্তি ১ঃ
“করছে সন্ধী নদী, নৌকার সঙ্গে আজ
রোজ উঠেছে জোয়ার ভাটার ঢেউ,
শশরীরজুড়ে মনকেমনের স্বাদ।”

উক্তি আছেঃ
“আমার নৌকাডুবি জানি তোমার তীরেই লিখা
সেইজন্যই পাল তুলেছি একা “।

উক্তি ৩ঃ
“আমি হবো মাঝি তুমি হবে তরী
আমাকে নিয়ে দেবে সুখ সাগর পাড়ি”।

উক্তি ৪ঃ
“তুমি যদি পাল তোলো আমায় নিউ সাথী দুজন মিলে পাড়ি দিবো বড় বড় নদী”।

উক্তি ৫ঃ
“ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনুয়া,পাখি হাইরে কান্দে রইয়া রইয়া”।

উক্তি ৬ঃ
“ভাঙা নৌকা ভাঙা মন।

উক্তি ৭ঃ
” মাঝি শুধু দেখছে ভাঙন
নদী শুধু লবন খায়”

উক্তি ৭ঃ
“জীবনটা যদি হতো নদী
ভাসিয়ে দিতাম ভেলা
নৌকা দিয়ে বেয়ে যেতাম
থাকতো নাকো মানা ”

উক্তি ৮ঃ
“জীবনটা এখন আটকে গেছে এই নৌকার হালে
তাইতো এখন ছন্দ খুঁজে স্রোতের তালে তালে”

উক্তি ৮ঃ
“জীবনটা নৌকার পালের মতো
কখনো নিজের গতিতে চলে
আবার কখনো অন্যের গতিতে”

উক্তি ৯
“দেহে ঠিক কোন এক নদীর বাস
অবশ করে হাতছানি দেয় সর্বনাশ”

উক্তি ১০ঃ
“হাটছে আলো নদীর বুকে
বাড়ছে নতুন প্রেম
কাধের উপর ঠকিয়ে মাথা
জাগছে নতুন প্রেম”

আশা করি আজকের পোস্টটির মাধ্যমে নৌকা ভ্রমণ নিয়ে অনেকগুলো উক্তি সম্পর্কে জানতে পেরেছেন। সামনে নতুন কোন বিষয় নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

15 Comments

মন্তব্য করুন