আচ্ছা একটা ব্যাপার কখনো কি ভেবে দেখেছেন?
সফল ব্যক্তিগুলো সব সময় পাশের বাড়িতে জন্মায় কেন?
এসপি, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার,বড়ো বড়ো কোম্পানির স্যার, ম্যানেজার এরা সবাই পাশের বাড়ির মানুষ হয় কেন?
সেই ব্যক্তিটি আপনি কেন হতে পারেন না?
সত্যি বলতে এটাই যে স্বপ্ন তো আপনিও দেখেন… তাহলে আপনার স্বপ্নগুলো কেন অন্যের ঘরে পূরণ হয়?
কেনো! কি কারণে? কখনো ভেবে দেখেছেন কি???
কারণ আপনি স্বপ্ন দেখেন কিন্তু স্বপ্ন পূরনের লক্ষ্যে যান না..হ্যা শুধু পারেন এটাই নিজের পরিস্থিতিকে দ্বায়ী করতে যেটা একজন মানুষকে কখনোই তার লক্ষ্যে নিয়ে যেতে পারেনা সবসময় একটাই কথা ভাগ্যের দোষ আরে আপনি ভাগ্যের দোষ দিচ্ছেন অথচ ভাগ্যের কাছে যাবার জন্য যেটা করা দরকার সেটা করছেন না..এখন অনেকেই বলতে পারেন ভাগ্য কে কিভাবে পাবো একটা সাধারণ কথা বলি বুঝানোর জন্য আপনি আপনার সামনে কিছু খাবার নিলেন সেটা কিন্তু আপনার রিজিক আপনি জানেন যে আপনার রিজিকে থাকলে আপনি খেতে পারবেন আর না থাকলে নেই এটা হচ্ছে আপনার বাস্তবতা ঠিকাছে এখন আপনি যদি ভাবেন যে আমার ভাগ্যে বা রিজিকে এ-ই খাবার টা আছেই আমি বসি থাকি খাবার টা আপনা আপনি পেটে চলে যাবে…এটা ভেবে যদি আপনি সারাদিন ও বসে থাকেন খাবার টা কি আপনার পেটে যাবে????নাহ যাবেনা খাবার টা কি আপনার ভাগ্যে নেই আপনি কি এখন ভাগ্যের দোষ দিবেন! আসলে দিবেন না কেনো জানেন? কেননা আপনি নিজ হাত দিয়ে তুলে মুখ দিয়ে খাবার টা খেয়ে নিবেন…এটাই হচ্ছে কথা এখন আপনি শুধু স্বপ্ন দেখেই যাবেন দিনের পর দিন আর সেটা লক্ষ্যে যে কাজটা করা দরকার সেটা ঠিক ভাবে করবেন না অথচ দোষ কি ভাগ্যের! তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেনা বাস্তবতার দোহাই দিয়ে সারাজীবন ভাগ্যেকেই দোষারোপ /গালি দিয়ে যেতে হবে…কথায় আছে যে পরিশ্রম করেন ভাগ্যে/সাফল্য তার কাছে এসেই ধরা দেয়।আজকে আপনি আপনার কাজে ফাকি দিয়ে আড্ডায় বেস্ত বন্ধুর সাথে গল্পে বেস্ত রাতভর এ-ই সেই নিয়ে বেস্ত আর দিন শেষে গালি/দোষ দিয়ে যান ভাগ্যের.. যে কোনো কিছু পেতে হলে সেটার জন্য কঠোর পরিশ্রম করা লাগে এ-ই ধরেন না ক্লাসের প্রথম যে স্টুডেন্ট সে কেনো প্রতিবার রোল ১ হয় এটা কখনো ভেবেছেন একটু তার বাসায় খোঁজ নিয়ে দেখবেন যে সে কিন্তু ঠিকই তার পড়াটা কমপ্লিট করে ফেলছে… সময় দিচ্ছে তার বইকে অপর দিকে আপনি বাহিরে আড্ডা বা সারাক্ষণ ফোন কতো কিছু নিয়ে বেস্ত যেই বেস্ত গুলো আপনার স্বপ্ন পূরনের জন্য না….
এখন যদি বলি সফলতা ধরনে আপনি একটা ফলের গাছ লাগালেন এখন সেটার থেকে ভালো ফল পেতে হলে গাছ টাকে যত্ন করতে হবে আপনি গাছ লাগিয়ে ব্যাস ধরে নিবেন যে ওটা নিজেই ফল দিবে দেন কিছুদিন পর গাছটি মরে গেলে কি আপনার কপাল খারাপ গাছটা ছাগলে খেয়ে ফেল্লে ও-ই ছাগলের দোষ গাছের ফলে পোকা হলে পোকার দোষ আপনার ভাগ্যে টাই খারাপ এটাই বলবেন…. কিন্তু এ-ই ব্যাপার গুলো কেনো হলো গাছটা কেনো মরে গেলো বা ছাগলে খাওয়ার কারণ বা পোকা ধরলো কেনো? ভেবেছেন ভাবেন কিন্তু যারা ভেবেছেন তাদের গাছ কিন্তু ঠিকই বড়ো হয়েছে ভালো ফল দিয়েছে পোকাও ধরেনি…শুধু মাত্র তারা গাছের যত্নে নিয়েছেন ভালো ফল পাবার জন্য যা যা করা দরকার সবই তারা করেছেন… কিন্তু আপনি করেন নি যার জন্য আপনি ব্যার্থ আর সে সফল ঠিক এইভাবে যেকোনো কিছুকে আছিল করার জন্য সেটা পাবার জন্য যে কাজ গুলো করা দরকার সেগুলো করতে পরিশ্রমের সাথে…. শুধু শুধু ভাগ্যের দোষ দেয়াটা বন্ধ করে নিজের দোষ গুলো খুজতে শুরু করে দিন দেখবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে যেকোনো কাজে সাফল্য পেতে চাইলে সেটার প্রতি দায়িত্বশীল হতে হবে গুরুত্ব নিয়ে সেটা করতে হবে তাহলেই সাফল্যর দেখা পাবেন। শুধু ভাগ্যের দোষ না দিয়ে…
একবার চ্যালেঞ্জ নিন..নিজেই নিজের সাথে
জেদটা ঠিক জায়গায় রাখুন…যে হ্যা আমি পারবো আমাকে পারতেই হবে আর কাজ করে যান সেই লক্ষ্যে ভাগ্য নিজ থেকে আপনার কাছে এসে ধরা দিবে।আপনার ভাগ্যেকে খুজতে হবেনা! সুধু এ-ই মনোবল মাথায় নিয়ে কাজ করবেন যে আগে শূন্য থেকে উঠে এসে সবার মত হব।এরপর ইস্পাতের মতো কঠিন মনোবলে সবাইকে ছাড়িয়ে যাবো নিজের কাজ/পরিশ্রম দিয়ে।কোনোকিছু অর্জন করতে হলে নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ সাধনার কোনো বিকল্প নেই।