আসসালামু আলাইকুম ,
কেমন আছেন সবাই ?
আশা করি ভাল আছেন ।
বিকাশের মাধ্যমে বিল প্রদান করা এখন খুবই সহজ ও জনপ্রিয় । তবে অনেকেই আছেন যারা বিকাশের মাধ্যমে কিভাবে বিল প্রদান করবেন ও ডিজিটাল রিসিট ডাউনলোড করবেন সে সম্পর্কে ভালোভাবে জানেন না । আজকের এই পোস্টটি স্পেশালি তাদের জন্য। কাজেই পোস্টটি ভালোভাবে শেষ পর্যন্ত পড়ে নিন।
কারন আজকের পোস্ট টি সাজানো হয়েছে বিকাশের মাধ্যমে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল দিবেন এবং ডিজিটাল রিসিট সেই পুরো পদ্ধতি নিয়ে ।
বিকাশ অ্যাপ ব্যবহার করে কোন প্রকার চার্জ ছাড়াই খুব সহজে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন । সে ক্ষেত্রে স্মার্টফোনে বিকাশ অ্যাপ থাকতে হবে । তবে যাদের বিকাশ অ্যাপ নেই তারা
প্লে স্টোরে গিয়ে “বিকাশ অ্যাপ” লিখে সার্চ দিলেই এটি সহজে পেয়ে যাবেন । অ্যাপটি ডাউনলোড করে নিন।
এবার প্রথমে অ্যাপটি ওপেন করতে হবে । তারপর অ্যাপের হোমপেজে দেখতে পাবেন লিখা আছে “পে বিল” অপশন । সেখান থেকে পে বিল অপশন এ ক্লিক করতে হবে । এরপর পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ এর জন্য “Palli Bidyut ( postpaid) ” লেখাতে ক্লিক করুন ।
এবার আপনি দেখতে পারবেন সেখানে বিলের সময়সীমা লেখা আছে সেখান থেকে আপনি যে মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান সে মাসের নাম সিলেক্ট করুন। অতঃপর এসএমএস একাউন্ট নাম্বার দিন । আপনার বিলের কাগজের মধ্যে এসএমএস একাউন্ট নাম্বার দেওয়া আছে । সেখান থেকে সেই নাম্বারটি এখানে তুলে দিতে হবে ।
এবার পেজের নিচে পে বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করুন । এখানে আপনার উক্ত মাসের বিলের টাকার পরিমান দেখতে পাবেন । বিলের কাগজের সাথে মিলিয়ে দেখে নিন ঠিক আছে কি না ।
এবার পরের ধাপে যেতে পেজের নিচে টেপ করুন । অতঃপর আপনার পিন নাম্বার টাইপ করুন । পরবর্তী ধাপে যান এবং ট্যাপ করে ধরে রাখুন । “বিদ্যুৎ বিল পরিশোধ সফলভাবে সম্পন্ন হয়েছে” এরকম নোটিফিকেশন পাবেন ।
আপনি চাইলে বিদ্যুৎ বিল পরিশোধের ডিজিটাল রিসিট ডাউনলোড করে রাখতে পারেন । রিসিট ডাউনলোড অপশনে ক্লিক করলেই তা ডাউনলোড হয়ে যাবে । এভাবে খুব সহজেই ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন বিকাশ অ্যাপের সাহায্যে।
সবাই ভাল থাকুন । ধন্যবাদ ।