আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো।
আজ আমরা জানবো পৃথিবীর মধ্যে বিরাজমান সবচেয়ে পাওয়ারফুল এবং দানবীয় এন্ড্রয়েড মোবাইল সেট সম্পর্কে, যেটি কেনার সামর্থ্য আমাদের সবার যদিও হয়নি। এটা এখন পর্যন্ত বহিঃবিশ্বের আন্তর্জাতিক মার্কেট গুলোতে এভাইলেবল।
জানেন? সেই দানবীয় সেটটিতে আপনি চাইলে যেকোন কিছুই করতে পারেন। সেটটি হাতে নিয়ে ইউটিউবে একটা রিভিউ ছাড়লেই হয়তো বিশ্বজয় করে ফেলা সম্ভব। কারণ, এটি এখন পর্যন্ত অপ্রতিরোধ্য একটি সেট এবং গেমারদের জন্য একটি স্বপ্ন।
তাহলে সেটটির নাম কি?
সেটের নাম হচ্ছে : ASUS ROG 3
[★ Unofficial Price : 1,00,000- 1,10,000 taka]
আসুন জেনে নিই সেটটি কেন এত বেশি পাওয়ারফুল :
* দানবীয় এই মোবাইলটিতে থাকছে 6.59 inches Full HD+ AMOLED Screen. এটির কোয়ালিটি HDR10+ এবং রিফ্রেশ রেট ও স্ক্রলিং স্পীড হচ্ছে 144Hz.
* প্রটেকশন হিসেবে থাকছে অত্যাধুনিক Gorilla Glass 6.
* সেটটির ডিসপ্লে Full-View Gaming Phone ডিজাইনে তৈরি করা হয়েছে।
* Back camera -তে থাকছে Ai Triple 64+13+5 মেগাপিক্সেল Camera, এটিতে রয়েছে HDR+, Ultrawide এবং Macro Sensor। এর দ্বারা 8K Ultra HD -তে video recording করা যাবে।
* সেটটির Front camera হচ্ছে 24 মেগাপিক্সেল। এর মাধ্যমেও আপনি 8K Ultra HD -তে video recording করতে পারবেন।
• সেটটিতে ব্যাটারী দেওয়া হয়েছে 6000 mAh Li-Poly। এটি 30W fast charging সাপোর্টেড। আরও রয়েছে 10W Reverse Charging ফ্যাসিলিটি। ইন্সট্যান্টলি অন্যকোন মোবাইল চার্জ দিতে পারবেন।
* মোবাইলটিতে দেওয়া হয়েছে 8 GB, 12 GB অথবা 16 GB RAM -এর ভেরিয়েন্ট। সবগুলোই 3.1 GHz স্পীডে Octa-core CPU-তে পাওয়া যাবে।
* ফোন মেমরি হিসেবে এটি 128 GB, 256 GB অথবা 512 GB ভেরিয়েন্টে পাওয়া যাবে।
* গ্রাফিক্সের প্রসেসর হিসেবে এটিতে দেওয়া হয়েছে Adreno 650 GPU. ফাটাফাটি অবস্থা!
* এটিতে প্রো লেভেলের গেমারদের জন্য Qualcomm Snapdragon 865+ (7 nm+) -এর প্রসেসর দেওয়া হয়েছে।
* এটিতে আরও রয়েছে Advanced Sound Project, Gaming Options এবং Display Technology, Face unlock, USB Type-C.
* সেটটিতে In-display Optical Fingerprint sensor দেওয়া হয়েছে।
তাছাড়াও লুকিং-এর জন্য সেটটির পিছনে এল.ই.ডি ব্যাকলাইট দেওয়া হয়েছে। যার জন্য সেটটি অন করলেই মনে হয় যেন কোন দানব গর্জন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ছবিতে তো দেখতেই পাচ্ছেন।
সর্বোপরি,
এই সেটটি আজ পর্যন্ত গেমিং জগতে সবচেয়ে সেরা’র খেতাব নিয়ে গেমারদের মোবাইল মার্কেটে রাজত্ব করে আসছে। মূলত এই সেটটির পরেই মানুষ রেটিং করে Xiaomi Black Shark 3 Pro নামের আরেক দানবীয় মোবাইল সেটকে। সময় পেলে আপনাদের সামনে নিয়ো আসবো সেই দ্বিতীয় দানবের পরিচয়…
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
আর মোবাইল সম্পর্কিত কোন আপডেট পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট দিয়ে রাখুন।
ধম্যবাদ সকলকে…