আসসালামুয়ালাইকুম সবাইকে। আশা করি সবাই ভাল আছেন। আমার আরেকটি পোস্টে আপনাদের স্বাগতম। আজকের টপিক হলো পেন্সিলের গায়ে যে 2B ,HB ইত্যাদি লিখা থাকে সে সম্পর্কে । পেন্সিল ব্যবহার করে নি এমন কোনো মানুষ হয়তো খুবই কম পাওয়া যাবে। ছোটবেলা থেকে আমাদের শিক্ষাজীবন শুরু হয় পেন্সিল দিয়ে লিখার মাধ্যমেই।এই পেন্সিল সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিতেই চলে এলাম ।
লিখতে লিখতে আপনার হাত ব্যথা হয়ে যাবে তবুও পেন্সিল শেষ হবে না । কারণ একটি পেন্সিল দিয়ে প্রায় ৪৫ হাজার শব্দ লেখা যায় । খুবই অবাক করার মতো , তাই না ? পেন্সিল দিয়ে দাগ টেনে আপনি একটানা ৩৫ মাইল পর্যন্ত চলে যেতে পারবেন । দেখতেই পাচ্ছেন পেন্সিলের কত গুণ । এক জরিপে দেখা যায় , শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর ২০০ কোটি পেন্সিল ব্যবহার করা হয়। আমাদের দেশেও কতটুকু পেন্সিল ব্যবহৃত হয় তার সঠিক পরিসংখ্যান জানা না থাকলেও এর সংখ্যা নিশ্চয়ই কম হবে না ।
এই পেন্সিলেরও আছে প্রকারভেদ । কোনোটার লিড নরম , আবার কোনোটা শক্ত । আবার কোনোটায় বেশি কালো দাগ টানা যায় , আবার কোনোটায় হালকা ।এই গুনাগুণের ওপর ভিত্তি করে পেন্সিলের ধরনকে তিন ভাগে ভাগ করা হয়েছে । পেন্সিলের লিড শক্ত হলে তাকে H(Hard) দিয়ে পেন্সিলের গায়ে দেখানো হয় । আবার পেন্সিল কতো কালো বা গাঢ় লিখবে , তা প্রকাশ করতে ব্যবহৃত হয় B(Bold) ।
আবার সেটা কতো সুন্দরভাবে লিখবে তা প্রকাশ করা হয় F(Fine) দিয়ে । পেন্সিলের লিড (Lead) যত শক্ত হবে তার H এর মাত্রাও তত বাড়বে । এভাবে বেড়ে 2H,3H,4H,5H ইত্যাদি হবে । আবার দাগও কত ঘন হবে সেই মাত্রাও বেড়ে 2B,3B,4B,5B হবে ।সাধারণভাবে আমরা যে পেন্সিল গুলো ব্যবহার করি তা মূলত HB হয় । এর মানে হলো এটি যথেষ্ট শক্ত ও সাথে কালোও বটে ।
2B পেন্সিল নরমাল আঁকা ও স্কেচের জন্য সুবিধাজনক ।গাঁঢ় কালির HB-2 পেন্সিল দিয়ে লিখার পর মুছতে গেলে খানিকটা রয়ে যায় । সেক্ষেত্রে HB পেন্সিলই ভালো । জ্যামিতি করার ক্ষেত্রেও একই কথা । ফিনিশিং এর জন্য ভালো হয় 4B পেন্সিল ।
তো এই ছিল আজকের আর্টিকেল । আশা করি আপনাদের ভালো লেগেছে । আবার দেখা হবে পরবর্তী পোস্টে । সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ ।।