প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া ক্যাপশন –

ষড়ঋতুর এই দেশে নিজেকে এক অপরূপ মেলে ধরেছে প্রকৃতি। তার বিশাল মায়া আমাদের আছড়ে ধরে রেখেছে গভীরভাবে।এক এক সময় প্রকৃতি এক এক রুপ ধারণ করে।কিন্তু তাই বলে প্রকৃতি তার রূপ বিলিয়ে দিতে কখনোই কৃপণতা করে না।তাই প্রকৃতি আমাদের কাছে অন্যরকম এক সৌন্দর্য বিলিয়ে দেওয়ার বস্তু হিসেবে পরিচিত।

বর্তমানে দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কাজ।আমাদের ব্যক্তিগত জীবনের প্রায় সকল কিছুই কেড়ে নিয়েছে কাজ।ব্যস্ততার কারণে মানুষ এখন নিজেদের ভুলে যাচ্ছে।নিজের জীবনের কাজ নিয়ে এত্তটাই ব্যস্ত হয়ে পড়ছি যে নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য সময় দিতে পারি।এই ব্যস্ততাই ধীরে ধীরে আমাদের সকলকে আপন সত্তা থেলে দূরে ঠেলে দিচ্ছে।

তাই সব সময় ব্যস্ততায় ডুবে না থেকে খানিকটা সময় নিজের জন্য বের করা উচিত।ব্যস্ততার থেকে খানিকটা ছুটি নিয়ে হারিয়ে যাওয়া উচিত প্রকৃতির সান্নিধ্যে। এতে আপনি যেমন মানসিক শান্তি পাবি ঠিক তেমনি নিজের জন্য খানিকটা সময় পাবেন।

প্রকৃতি নিয়ে কতশত কবির কাব্য রচনার অভাব নেই। আজ আমি প্রকৃতিতে হারিয়ে যাওয়া নিয়ে ক্যাপশন তুলে ধরব। আশা করি আপনাদের উপকার হবেঃ

১.চলনা ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে

২.প্রকৃতির সুর শুনতে চাইলে
চলো হারিয়ে যাই প্রকৃতির সান্নিধ্যে।

৩.প্রকৃতির মাঝে গেলে আপনি ভালো হয়ে সুন্দর হয়ে এবং সুু শৃঙ্খল হয়ে উঠবে

৪.প্রকৃতির কল্পনা মানুষের থেকে অনেক বেশি তাই হারিয়ে যান প্রকৃতির মধ্যে

৫.প্রকৃতি কখনো নিরাশ করে না খালি হাতে ফিরিয়ে দেয় না

৬.হঠাৎ প্রকৃতি হয়ে উঠে মন ভোলানোর একমাত্র ঊষুধ।

৮.ব্যস্ততা ভুলতে প্রকৃতিতে হারিয়ে যাওয়া উচিত।

৯.বিষন্ন মনকে চাঙ্গা করতে চাইলে
ভ্রমণ একান্ত প্রয়োজন।

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন।

Related Posts

15 Comments

মন্তব্য করুন