আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।
বর্তমানে মানুষ খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছে।কখনো নিজের কাজে, কখনো পরিবারের কাজে কখনো কিংবা কর্মজীবনের কাজে।ব্যস্ততায় নিজেকে ঘিরে রাখা মানুষগুলো দিন দিন কেমন জানি আনন্দ অনুভূতিহীন হয়ে পড়ছে।ব্যস্ততা মানুষকে এতটাই ঘুরে ফেলে যে তার নিজের কথা ভুলতে বসে যায়। আর ঠিক যখন নিজের কথা ভাববার সময় আসে তখন নানান ধরণের রোগে আক্রান্ত হয়ে ঊঠে কিংবা জীবনের অন্তিম সময় চলে আসে।
সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশে বিধাতা যেমন প্রকৃতিকে দু হাত ভরে সাজিয়েছেন।চারদিকে এত্ত এত্ত সবুজের সমারোহ মন চায় যেন আপন করে নেই তাদের।মানুষ তাদের নিজেদের জীবনে এত্তটাই ব্যস্ত হয়ে উঠেছে তার নিজের জন্য সময় হয় না।কিন্তু কাজের চাপে যখন নিজের অস্তিত্ত বিলিন হতে থাকে ঘুরে আসুন না প্রকৃতির সাথে।
আশা করি নিরাশ হবেন না কখনোই।
এদেশে প্রকৃতি আপন মনে মেলে ধরেছে নিজেদের।এদেশের উত্তরের দিকে হাওড় কিংবা দক্ষিনের বিশাল জলরাশির সমারোহ। তাই প্রকৃতি প্রেমীরা এদেশের সৌন্দর্যে পাগল হয়ে বার বার ঘুরতে আসে এসেশে।প্রকৃতির এই অপরুপ রুপে মুগ্ধ হয়ে প্রকৃতির প্রেমীরা এদেশের অপরূপ প্রকৃতির সৌন্দর্য নিয়ে নানান ধরণের উক্তি রচনা করেছেন।চলুন তাহলে জেনে আসি প্রকৃতির সৌন্দর্য নিয়ে উক্তি:
১.উক্তিঃ
“প্রকৃতির সৌন্দর্য আর পাখিরাই মানবিক
-হুমায়ুন আজাদ
২.উক্তিঃ
“জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে
জীবন সুন্দর
আকাশ বাতাস পাহাড়-সমুদ্রে
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!”
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্
৩.উক্তিঃ
“প্রকৃতি তাড়াহুড়ো করে না তবুও তার
সবকিছুই সম্পন্ন হয়”
-লাও তজু
৪.উক্তিঃ
“প্রকৃতির সৌন্দর্যের গভীরে তাকাও তাহলে তুমি সবকিছু
আরও ভালোভাবে বুঝতে পারবে”
-আলবার্ট আইনস্টাইন
৫.উক্তিঃ
“আপনি যদি প্রকৃতির সৌন্দর্যকে সত্যিই ভালোবেসে থাকেন
তবে সকল জায়গা থেকে এর সৌন্দর্য দেখতে পাবেন”
-লরা ইনগলস ওয়াইন্ডার
৬.উক্তিঃ
“প্রকৃতি সৌন্দর্যের একট সুর আছে
অনেকেই তা শুনতে পায়”
-উইলিয়াম শেক্সপিয়ার
৭.উক্তিঃ
“আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে উঠি
সুস্থ হয়ে উঠি এবং আমার জ্ঞানকে সুশৃঙ্খল করতে পারি”
-জন বুড়োস
৮.উক্তিঃ
“প্রকৃতিকে জানুন, প্রকৃতির সৌন্দর্য ভালোবাসুন
প্রকৃতির কাছাকাছি থাকুন আপনি কখনো ব্যার্থ হবেন না”
-ফ্রাংক লয়েড রাইট
৯.উক্তিঃ
“প্রকৃতির সৌন্দর্যই সবচেয়ে সেরা শিল্প”
এন্ডি ওয়ারহোল
১.উক্তিঃ
“প্রকৃতির সৌন্দর্যের কবিতা কখনো শেষ হবেনা”
-জন কিটস
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন