প্রকৃতি নিয়ে ক্যাপশন, রোমান্টিক ডায়ালগ, উক্তি, স্ট্যাটাস, কথোপকথন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। প্রকৃতি নিয়ে ক্যাপশন, রোমান্টিক ডায়ালগ, উক্তি, স্ট্যাটাস, কথোপকথন –

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ ,প্রিয় জন্মভূমি ,প্রিয় মাতৃভূমি। অসম্ভব সুন্দর এই দেশ যে দিকে চোখ যায় চারদিকে শুধুমাত্র সবুজের সমারোহ। সৃষ্টিকর্তা যেন নিজ হাতে সাজিয়েছেন আমাদের এই প্রিয় জন্মনভুমিকে। তাই তো আমাদের দেশের সৌন্দর্য  উপভোগের জন্য দেশের সুবিশাল গন্ডি পেরিয়ে পর্যটক এসে হাজির হয়ে থাকে বিশ্বের নানান দেশ থেকে ,বিশ্বের নানান প্রান্ত থেকে। 

আমাদের এই দেশে রূপে ছড়িয়ে থাকে তার অবিরাম সৌন্দর্য। তাইতো যুগ যুগ ধরে নানান বিভিন্ন সংখ্যক কবি ,সাহিত্যিক আমাদের দেশের রূপে মুগধ হয়েছেন। রচনা করেছেন নানান ধরণের কালজয়ী ,গল্প ,কবিতা এবং উপন্যাস। প্রকৃতি দেখলে মন হারিয়ে যেতে চায় ,হারিয়ে যেতে চায় অসীম দূরে। 

চলুন তাহলে  জেনে নেওয়া যাক প্রকৃতি নিয়ে কিছু রোমান্টিক উক্তিসমূহ 

  • ১.এই যেন এক রূপের খেলা 
  • প্রকৃতি সাজিয়ে বসেছে তার আপন খেলা। 
  • ২.দুচোখ যেদিকে চায় চারদিকে শুধুমাত্র প্রকৃতির 
  • অসাধারণ রূপ মুগধ করে বার বার। 
  • ৩.মাঝে মাঝে হারিয়ে যাওয়া উচিত প্রকৃতির মাঝে 
  • তখন কেউ হন্যে হয়ে খুঁজে বেড়াবে আপনাকে। 
  • ৪,ভালোবাসা হওয়া উচিত প্রকৃতির সাথে 
  • যেখানে থাকবেনা কোন লেনদেন শুধু শুধু থাকবে মুগ্দতা 
  • ৫.বলেছিল সেদিন ফায়ার আসবে 
  • কিন্তু কখন যে প্রকৃতির মাঝে হারিয়ে গেলে তুমি 
  • অবাক হয়ে খুঁজে বসি আমি। 
  • ৬.কখনো কাজের চাপে বিষণ্ণ হলে হারিয়ে যেও প্রকৃতির মাঝে ,
  • যেখানে থাকবেনা কোন বাঁধন ,থাকবে শুধু তুমি আমি  আর আমাদের সংসার। 
  • ৭,প্রকৃতি আমাদের কখনো নিরাশ করে না 
  • তার অসাধারণ রূপ দিয়ে মুগধ করে রাখে আমাদের জীবনের প্রতিটি অংশকে। 
  • ৮.অসাধারণ প্রকৃতির এই রূপ আমাদের মুগধ করে বার বার 
  • মুগধ করে ছুটে যাই অজানার মায়ায়। 
  • ৯.যদি কখনো মন খারাপ হয় ভেঙে পড়োনা 
  • সকল দুঃখ কষ্ট নিয়ে হারিয়ে যেও প্রকৃতির মাঝে 
  • দেখবে তোমার সকল কষ্ট প্রকৃতি নিবে তার নিজের করে। 
  • ১০.অসাধারণ এই রূপ নেইতো আর কোথাও 
  • তাইতো মন বার বার ফিরে আসতে চায় প্রকৃতির মায়ায়। 

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের টপিক নিয়ে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন আমাদের সাথে। আপনার মতামত শেয়ার করুন কমেন্ট বক্সে।নতুন কোন বিষয়ের উপর ব্লগ চাচ্ছেন তা জানাতে পারেন আমাদেরকে।

মাস্ক পড়ুন 

সুস্থ থাকুন। 

Related Posts