Cheap price backlink from grathor: info@grathor.com

প্রথম ভালোবাসা (একটি অপূর্ণ ভালোবাসার গল্প)

আজ 6 বছর পর রিয়ানার সাথে দেখা।সেই পুরনো চেহারা আর নাই,চোখে নিচে কালো দাগ পড়ে গেছে,মুখ সেই মিষ্টি হাসিটা আর নাই,কেমন মন মরা হয়ে রয়েছে।রিয়ানা হলো আমার জীবনের প্রথম ভালোবাসা,কোন একটা বিশেষ কারনে আমাদের সম্পর্ক পূর্ণতা পায় নাই।আমি নাদিম।রিয়ানাকে অনেকদিন পর দেখে আমার খুব ভালো লাগছে।কখনো ওর সাথে আবার দেখে হবে ভাবতেই পারিনি।

নাদিমঃ কেমন আছো..??
রিয়ানাঃ যেমন রেখেছো..🙂।
নাদিমঃ দাড়িয়ে আছ কেন??বসো না…
রিয়ানাঃ ইচ্ছা নাই,তুমি ভালো আছো তো??
নাদিমঃ আমি সবসময়ই ভালো থাকি🙂।
রিয়ানাঃ হা হা,হুম তাই তো।যে একটা মানুষকে তিলে তিলে শেষ করে দিতে পারে সে কিভাবে খারাপ থাকে।আমিও কি বোকা না😅।
নাদিমঃ I’m sorry…😢।
রিয়ানাঃ কিসের জন্য??🤔।
নাদিমঃ আসলে সে সময় situation এমন ছিল যে..😔।
রিয়ানাঃ মিথ্যা বলার কি দরকার ছিল??😢
নাদিমঃ মিথ্যা??😢
রিয়ানাঃ তোমার চাকরিটা তো গেছিলো না..🙂
নাদিমঃ তুমি কিভাবে…
রিয়ানাঃ তুমি ফোন রাখার পর মাকে কল দিয়েছিলাম,মা বলল…😅।
নাদিমঃ আসলে বাবা মেনে নিচ্ছেলেন না,আমি কি করতাম?আমি মা বাবাকে কখনও ছাড়তে পারব না…😢
রিয়ানাঃ তাই আমাকে ছেড়ে দিলা…🙂
নাদিমঃ I’m sorry😢
রিয়ানাঃ একবার ভেবে দেখতে পারতে আমার কথা😢।আমি কীভাবে বাচবো। ৮ বছর কিভাবে সবটা ভুলে যেতাম?
নাদিমঃ রিয়ানা..😢
রিয়ানাঃ তুমি কি একবারও ভাবেছিলে আমার কি হবে??আমি কিভাবে থাকব?😢
নাদিমঃ আসলে😔😔
রিয়ানাঃ বাদ দাও😅।বিয়ে করেছ শুনলাম??🙂
নাদিমঃ হুম,একটা মেয়ে হয়েছে।
রিয়ানাঃ বাহ্,মাশাল্লাহ…!খুব সুখে আছ তাই না??😢
নাদিমঃ তো-তোমার কথা বলো,বিয়ে করেছো??
রিয়ানাঃ হয়ে উঠলো আর কোথায়?😅।আর যাইহোক তোমার মতো করে ভাবতে পারিনি যে🙂।
নাদিমঃ রিয়ানা…😢
রিয়ানাঃ কি হয়েছে?খুব লজ্জা লাগছে বুঝি??লজ্জা পেও না,তুমি যে এটুকু করছো তাই-ই অনেক।এর বেশি তোমার
থেকে আশা করা যায় না🙂
নাদিমঃ এভাবে বলোনা প্লিজ 😢😔
রিয়ানাঃ আচ্ছা…! আমার কথা মনে পড়ে না??😢
(আমি কিছু বলতে যাব,এর মাঝেই আমাকে আটকে দিয়ে রিয়ানা বলল)
রিয়ানাঃআচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে,ভালো থাক,আসি।🙂
নাদিমঃ রিয়ানা দাঁড়াও
(রিয়ানা আমার কথা না শুনেই চলে যেতে লাগলো।ও হয়তো কাদছে,নিজের চোখের জল আটকে রাখতে পারছে না।কিন্তু সে আমাকে কোনভাবেই বোঝাতে চাই না যে আমি ছাড়া তার জীবন অসম্পূর্ণ। সেই জন্যই হয়তো সে নিজেকে লুকিয়ে চলে গেল😢।নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।আমি এমনটা না করলেও পারতাম।আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে ভুলে থাকতে পারবে।আমাকে ভুলে নতুন করে সবটা শুরু করবে।কিন্তু সে পারেনি।আমি অনেক বড় পাপ করেছি,সেদিন আমার এমন করা উচিত হয়নি।রিয়ানা আমারও খুব মনে পড়ে তোমার কথা।সারাদিন সকল কাজের পর দিন শেষে আমার কষ্টটা দু এক ফোটা চোখের পানির সাথে বালিশেই থেকে যায়,এই কষ্টটা শুধু আমার,আমি এটা কারো সাথে শেয়ার করতে চাই না।ওই দুফোটা পানিই প্রতিদিন আমাকে একবার হলেও মনে করিয়ে দেয়,রিয়ানা নামে একটি মেয়ে ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো,কিন্তু আফসোস আমি তার ভালোবাসার পূর্ণ মর্যাদা দেয় নি।জানি তুমি আমাকে কোনদিন ক্ষমা করতে পারবা না। তার যোগ্য আমি নয়।কিন্তু যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও😢😢।)

Related Posts

1 Comment

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No