প্রাকৃতিকভাবেই শুকনো হোক ভিজা চুল

আমরা অনেকেই দৈনন্দিন জীবনে চুল শুকানোর জন্য হেয়ার ড্রাইয়ার ব্যবহার করে থাকি | যদি ও আগের দিনে সবাই ভিজা চুল ছাদে অথবা বারান্দায় বসে রোদে শুকাতো কিন্তু এই ব্যাস্ত জীবনে সেই সুযোগ হয়তো কারো নেই বললেই চলে |এখন প্রায় অনেকেই গোসল করে চটজলদি তৈরী হয়ে কোনো পার্টি কিংবা বাইরে যাওয়ার জন্য চুল শুকানোর প্রয়োজনবোধ করে আর সাথে সাথেই তখন মনে পড়ে যায় ঘরে রাখা হেয়ার ড্রাইয়ার এর কথা | মিনিটেই চুল শুকিয়ে খুশি মনে বাইরে বের হয়ে যাওয়া যায় |

কিন্তু আপনি কি জানেন সবসময় হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকানোর জন্য আপনার চুলের কতটা ক্ষতি হয় | কারণ হেয়ার ড্রাইয়ার টি সাধারণত বিদ্যুতের সাথে সংযুক্ত করে আমরা আমাদের চুল টাকে শুকাই| এবং প্রতিটা হেয়ার ড্রাইয়ার এর তাপমাত্রা কমানো যায় আবার বাড়ানো ও যায় | অনেকেই চুলটাকে ভালোভাবে শুকানোর জন্ন্য তাপমাত্রা টা সর্বোচ্চ তে দিয়ে চুল টা শুকায় যেন তাড়াতাড়ি শুকানো যায় | এতে ধীরে ধীরে চুলের গোড়া নরম হয়ে যায় | চুলের আগা লাল হয়ে ফেটে যায় | এবং চুল পড়া শুরু হয়ে যায় |

সবসময় চেষ্টা করবেন বাইরে যাওয়ার বেশ কিছুক্ষন আগে চুলটা রোদে কিংবা ফ্যান এর বাতাসে শুকিয়ে নিতে | যতটুকু সম্ভব হেয়ার ড্রাইয়ার ব্যবহার করা থেকে বিরত থাকুন | যদি একান্তই হেয়ার ড্রাইয়ার ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে সর্বনিম্ন তাপমাত্রায় চুলটাকে শুকাবেন |

যতটুকু সম্ভব ইলেকট্রিকাল যন্ত্র যেমন হেয়ার ড্রাইয়ার, হেয়ার স্ট্রেইটনার চুলে ব্যবহার করা থেকে বিরত থাকুন |

Related Posts

6 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন