প্রিয়, বন্ধুকে নিয়ে সবাই তো কতকিছু লেখে কেউ গান, কেউবা কবিতা, অথবা কেউ উপন্যাসের মতো বড় কিছু রচনা করে ফেলে।।
এই দুষ্টু মিষ্টি বন্ধু নিয়ে কিছু কথা বলব হয়তো শুনতে খারাপ লাগবে তবুও সেই বন্ধুকে নিয়েই বলছি তাই কথাগুলো কখনো খারাক দিক থেকে নেবেন না বলতে পারেন এটা ইয়ার্কি করেই বলছি।।
যদি আপনি আপনার প্রিয় বন্ধুদের বাড়িতে যান অথবা তার অভিমান হলে তার রাগ ভাঙ্গাতে যদি তার বাড়িতে গিয়ে থাকেন তাহলে সে বন্ধু যদি আপনাকে দেখে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।
তাহলে আপনি চুপচাপ সেখান থেকে ফিরে আসবেন না নিউ দরজার সামনে থেকে সেটা বন্ধ করে দিয়ে আসবেন কারণ দরজার ছিটকিনি দুই দিক থেকেই থাকে তারপর যখন সেই বন্ধুটি দরজার খুলতে পারবেনা আশে পাশেই থাকুন এবং একটু পরে খুলে দিবেন সেই দুষ্টু মিষ্টি বন্ধুর অভিমান বা রাগ যদি থাকে কমে যাবে। রাগ কমাতে তাহলে তার চোখে চোখ রাখুন একটু মৃদু হাসুন দেখবেন সে দুর্বল হয়ে যাবে আপনার প্রতি।।
বন্ধুদের সাথে চলার পথে আড্ডা করার সময় বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হয়।
এই সময় যদি বন্ধুদের সাথে কোন তর্ক বিতর্কে জড়ানো হয় তাহলে একে অপরের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় সেই সময় মুখ বুজে থাকাটাই বেটার।।।
বন্ধুদের সাথে রাগ অভিমান করার কারণ হলো খোঁচা মেরে কথা বলা দেখা যায় আপনার ভিতরে যদি কোন একটা গুণ বেশি থাকে তাহলে সেই বিষয় নিয়ে দেখবেন সবাই খোচা দিবে।
আপনি সেই সময় নিজেকে নিরব চুপচাপ থাকতে দিন তাহলে দেখবেন কোন প্রকারের ঝগড়া বা দ্বন্দ হবে না আর আপনাকে নিয়েও যদি কোনো সমালোচনা করা হয় তাহলে সমালোচনা টা সব সময় নেগেটিভ ধরবেন না।।
আপনাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে থাকে তাহলে ভাববেন অন্য কেউ আপনাকে নিয়ে আলোচনা করছে সুতরাং এই দিকটা একটু এড়িয়ে যাবেন।।
আমার কোন প্রিয় বন্ধুর সাথে যদি রাগ অভিমান হয়ে থাকে তাহলে তার সাথে আপনি কখনোই কথা বন্ধ করবেন না।।
কারণ একজন বন্ধু হল সব থেকে স্বাধীন প্রিয় মানুষটার সাথে আপনি সব কথা শেয়ার করতে পারেন আপনি হয়তো ভাববেন দশটার আমি কেন আগে কথা বলবো এটা করব না এটা ভাববেন না তাহলে আপনি আপনার সেই প্রিয় বন্ধু টাই কিন্তু হারাবেন তাই কোন বন্ধুর সাথে যদি ঝগড়া-বিবাদ অথবা মনোমালিন্য থেকে থাকে তাহলে তার সাথে আগে কথা বলতে শিখুন এতে আপনারই লাভ হবে এতে আপনার সম্মানটাই বাড়বে।।
আসলে বন্ধুত্ব হল সেই সম্পর্ক যেটা হাত, চোখের পানির মধ্যে ঘটে থাকে কারণ একজনের জন্য আরেকজন এগিয়ে যায় মুছে দিতে, কান্না করতে।
অমর থাকুক বনধুত্ব।।