পিসি এপস্টোরঃআমি যদি বলি অ্যান্ড্রয়েডে যে কোন একটি অ্যাপ ইন্সটল করতে তোমার কতক্ষণ সময় নিবে? তাহলে উত্তর নিশ্চয়ই হবে এক মিনিট! ঠিক না কেননা অ্যান্ড্রয়েডে প্লে স্টোরে গিয়ে আমরা সরাসরি যেকোনো একটি অ্যাপ ইন্সটল করতে পারি। কিন্তু পিসিতে কিন্তু তেমন নয়। যেমন পিসিতে কিছু কিছু অ্যাপ আছে যেগুলো সিডি অথবা পেনড্রাইভের মাধ্যমে ইন্সটল করতে হয়, আবার কিছু কিছু অ্যাপস যা বিভিন্ন স্টোরে খুঁজে পা,ই আবার কিছু অ্যাপস ব্রাউজার থেকে ডাউনলোড করতে হয়। এভাবে বিভিন্ন সাইটে গিয়ে আমাদেরকে অ্যাপস গুলো ডাউনলোড করতে হয়। ডাউনলোড করতে অনেক ধরনের প্রবলেম এর সম্মুখীন হতে হয়। কিন্তু আজকে আমি তোমাদেরকে এমন একটি সাইট বা এমন একটি অ্যাপস শেয়ার করব যেটি একটি দারুন অ্যাপস। এর মাধ্যমে তোমরা যেকোনো পিসি অ্যাপ (PC App) মাত্র এক ক্লিকে প্লে স্টোরে যেভাবে আমরা ডাউনলোড করি সেভাবেই সকল অ্যাপস মাত্র একটি ক্লিকে ডাউনলোড করতে পারি। তাহলে দেরি না করে শুরু করা যাক।
অবশ্যই ক্লিক করবেনঃ১/ বাংলাদেশ থেকে ভেরিফাইড পে পাল একাউন্ট তৈরি করুন।
/অনলাইন আয়ের কতগুলো বেস্ট বাংলাদেশী সাইট।জেনে নিন।
App Store For PC:প্রথমে বলে রাখি পিসিতে নিয়ে এসেছে অ্যাপস স্টোর ফর পিসি (Apps Store for PC) নামক একটি অ্যাপ। এই অ্যাপ ব্যবহার তোমরা যে কোন ফ্রী অ্যাপস, পিসি তে ব্যবহৃত গেমস, অ্যাপস অ্যাপ্লিকেশন অথবা বিভিন্ন সফটওয়্যার ফ্রিতে পেয়ে যাবে। আর এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ক্ষেত্রে কেবলমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে। আর এটি এমন একটি অ্যাপ স্টোর যেখানে একের ভিতর সব আছে। কাজে আমাদেরকে ব্রাউজার অথবা অন্যান্য সাইটে ঘুরাঘুরি করে অ্যাপ ডাউনলোড করতে হবে না।
সরাসরি ডাউনলোড লিংকঃএখানে ক্লিক করুন।
ডাউনলোড করার পর যথাক্রমে এই অ্যাপটি আপনার পিসিতে ইন্সটল করবেন। ইন্সটল করার পর সেটি ওপেন করলে আপনারা ঠিক প্লে স্টোরের মতো বিভিন্ন ধরনের অ্যাপস এর তালিকা পাবেন। আপনার যে অ্যাপসটি ডাউনলোড করার প্রয়োজন পড়ে সেটি সেখানে গিয়ে সার্চ দিবেন। সাথে সাথে চলে আসবে। এবং সেটি ঠিক করে, ডাউনলোড করে আপনি সরাসরি ইন্সটল করতে পারবেন অর্থাৎ আপনাকে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। অ্যাপসটি ডাউনলোড করার লিংক তো আমি দিয়ে দিলাম। এই লিংকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন কোন সমস্যা ছাড়াই।
এছাড়া আমরা যারা উইন্ডোজ ব্যবহারকারী তাদের জন্যই এই অ্যাপটি অত্যন্ত দরকারি কেননা মাইক্রোসফ্ট স্টোরে আমরা সকলে সকল এপ্স পাইনা। কিছু কিছু অ্যাপস আমরা মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারিনা। এছাড়া বিপুল পরিমাণ ইন্টারনেট কানেকশন এর পাশাপাশি মাইক্রোসফট একাউন্ট এর প্রয়োজন পড়ে। কাজেই এই অ্যাপসটি তোমাদের জন্য ভালো হবে আবার কেউ যদি এটিকে স্ক্যাম অথবা মেলেসিয়াস সফটওয়্যার মনে করো তাহলে সমস্যা নেই। কেননা আমি তোমাকে কখনো একটি মেলেসিয়াস সফটওয়্যার সাজেস্ট করতে পারি না।