আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রত্যহ আমি আমার আইডি থেকে নতুন নতুন ব্লগ নিয়ে আসছি।ঠিক তেমনি আজও একটি ব্লগ নিয়ে এসেছি।আপনাদের সামনে আজ আমি আমার ব্লগ উপস্থাপন করতে যাচ্ছি।তো আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি পড়াশোনায় মনোযোগী হতে পারবেন।এনিয়ে কতগুলো ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
পড়াশোনায় এমন অনেকেই হয়তো আছে যাদের মন বসে।এটি মোটেও ভালো অভ্যাস না।এ জগতে সেই প্রকৃত ধনী যার আছে পড়াশোনা করা ধন রত্ন।প্রবাদ আছে “লেখাপড়া করে যে,গাড়ি ঘোড়া চড়ে সে”। এরই ধারাবাহিকতায় মা বাবার কাছে সন্তানের পড়াশোনা সবচেয়ে দামি।আর পড়াশোনার জন্য প্রয়োজন দৃঢ় মনোযোগ। যা সবার মাঝে নেই। যাদের মাঝে আছে,তারাই প্রকৃত মেধাবী। কাজেই চলুন দেখে নিই পড়াশোনায় মনোযোগী হওয়ার কতগুলো বেস্ট টিপ্স।
- পড়াশোনার জন্য প্রয়োজন একটি ভালো পরিবেশ।নিরালা-নির্জন পরিবেশ মনোযোগএর জন্য উত্তম।কাজেই ভালো পরিবেশ যেখানে কোনো শোরগোল নেই।এমনকি কোনো যন্ত্রপাতি বা স্মার্টফোন বা কম্পিউটার যা পড়াশোনার মনোযোগের বিঘ্ন ঘটায় তাও আশেপাশে থাকা চলবে না।
- মনে মনে পড়াশোনার চেয়ে আমি মনে করি আওয়াজ করে পড়াশোনা ভালো।এর কারনটা বোধ হয় মেডিকেল স্টুডেন্টরাই ভালো উত্তর দিতে পারবে।
- সবসময় সকাল বেলা নিয়মিত পড়া উচিত।সকাল বেলা পড়া দ্রুত মাথায় ডুকে আবার মনোযোগও ভালো থাকে।কাজেই সকাল বেলা পড়াশোনা উত্তম।
- পড়াশোনার মাঝে মাঝে খানিকটা বিশ্রাম নেয়া ভালো।তাই বলে সে বিরতিতে মোবাইল ব্যবহার চলবে না।বরং কোনো হাল্কা খাওয়া দাওয়া, রুমে বা বারান্দায় হাটা চলা করা যেতে পারে।
- পড়াশোনার মাঝে একঘেয়েমি চলে আসলে,সামান্য চা-কফি বা বিরতি নেয়া যেতে পারে।
- রাতের বেলা ঘুম পড়াশোনার মূল দুশমন। এই ঘুম আপনার পড়াশোনার মনোযোগ কেড়ে নিবে।তাই ঘুম থেকে পরিত্রানের জন্য তিতে করে চা খাওয়া যেতে পারে।
- রাতের বেলা একটু পরপর ঘুমিয়ে পড়াশোনায় ফায়দা আছে বলে আমি মনে করি।
প্রত্যেক মা বাবাই চায় তার সন্তান পড়াশোনা করে অনেক বড় হবে।তাদের স্বপ্ন টাকে তুলে ধরতে এই সামান্য টিপ্স।পড়াশোনাই পারে আপনার জীবনকে সাজাতে ও রাংগাতে। কাজেই মনোযোগের সাথে আমাদের পড়াশোনা করে এগিয়ে যেতে হবে।
অবশ্যই পড়বেনঃ
#অনালাইন আয়ের বাংলাদেশি বেস্ট সাইট।Grathor.com
#দ্রুত গতিতে ফোন চার্জ করুন।Grathor.com
তো আজ এ পর্যন্ত।দেখা হবে অন্য আরেকটি পোস্টে।সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।আর হ্যা, নিশ্চয়ই করোনা ভাইরাসের ভয়াভহতার ব্যাপারে অবগত আছেন।কাজেই ঘরে থাকুন,সুস্থ থাকুন।সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা হাফেজ।