সু’শিক্ষিত জনগণ গড়ুন-দেশকে সমৃদ্ধ করুন। যে দেশে শিক্ষার হার/মান যত বেশি সে দেশ তত উন্নত বেশি। আমরা যে শুধু পাঠপুস্তক এর ভিতর আটকে থাকবো তা নই, জ্ঞান অর্জনের জন্য ভালো ভালো লেখকের বই পড়তে পারি। তার মধ্যে বিজ্ঞান, দেশের ইতিহাস ইত্যাদি জাতীয় শিক্ষা অর্জন করতে পারি। আপনি যত বেশি জানবেন, ততটাই সহজ হবে আপনার পথ চলা।
আমাদের পড়ার টেবিলে মন বসে না বা পড়তে ইচ্ছে করে না কারণ আমরা শিখতে আগ্রহী নই। আমরা শুধু পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ি, এর বাইরে আমাদের জানার বা শেখার আগ্রহ থাকে না। আপনি যদি প্রতিদিন বিভিন্ন কাজের জন্য সময় দিতে পারেন তাহলে অন্তত শিক্ষার জন্য কিছু সময় হাতে রাখুন।
পড়া লেখায় মন বসানোর জন্য কিছু টিপস নিম্নে দেয়া হলো:-
– পড়ার টেবিলে বসবেন ভালো সতেজ মন নিয়ে।
– পড়ার জন্য নিদ্দিষ্ট কিছু সময় বা রুটিন করে নিবেন।
– যে বিষয় টি পড়তে ভালো লাগবে সে বিষয়টি নিয়ে প্রথমে বসবেন।
– শুরুর দিকে জটিল কোনো বিষয় নিয়ে বসবেন না।
– ভোর ভেলা পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সহজে মখুস্ত করতে বা বুজতে পারবেন।
এ ছাড়াও অনেক ধরনের পদ্দতি আছে পড়ার টেবিলে মন বসানোর।
স্কুল :- আপনি ক্লাস করার সময় মনোযোগী হতে পারেন। স্কুলে থাকা কালে সময় পেলে বসে না থেকে পড়ে নিতে পারেন। বন্ধু দের সাথে পড়ার বিষয় নিয়ে আলাপ করতে পারেন, এতে করে আপনার জানার পরিধি বাড়বে।
শিক্ষক :- যে বিষয়টি আপনার কাছে জটিল মনে হবে, সে বিষয় টি আপনি শিক্ষক এর কাছে পার্সোনালি পড়ে নিতে পারেন। আমরা অনেকে শ্ক্ষিকদের বলতে দ্বিধা বোধ করি, যা আমরা বুজি না। এতে করে আমাদেরই ক্ষতি। শিক্ষক হচ্ছে আপনার ভালো অভিবাবক ও বন্ধু।
বন্ধুদের সাথে :- বন্ধুদের কাছ থেকে ভালো সুবিধা নিতে পারি এ ক্ষত্রে। আপনার যে বন্ধুটি ভালো বুজে তার সাথে বসে সে সাবজেক্ট টি আপনি সহজে বুজে নিতে পারেন। কারণ আপনি আর কারো কাছ থেকে শিখতে সমস্যা হলে ও বন্ধুদের কাছ থেকে শিখে নিতে সমস্যা হয় না।
বড় ভাই অথবা বোন :- বড় ভাই অথবা বোন থাকলে আপনি তাদের কাছ থেকে কিছু হেল্প নিতে পারেন। তারা যে বিষয়টি ভালো বুজে তাদের কাজ থেকে সে বিষয়টি আপনি সহজে বুজে নিতে পারেন।
আমাদের মূল লক্ষ থাকতে হবে, যেন আমরা পড়া লেখা শিখে নিজের, নিজের পরিবারের জন্য এবং দেশের জন্য কাজে আসতে পারি। সব সময় চিন্তা করবেন আপনার শিক্ষা যেন সবার জন্য উপকারী হয়। কারণ সুশিক্ষা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না।
Nice
Thanks
nice post
ধন্যবাদ
Nice post
Ok
Awesome
nice
Good
Wow
ধন্যবাদ এতো সুন্দর করে বিষয়গুলো তুলে ধরার জন্য।
সুন্দর
❤️
wow!
nice post
❤️
Very good
valo