ফটো এডিট অল্প এমবিতে সেরা এপস । এক বিন্দু রেজুলেশন নষ্ট হবেনা ।
এপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে ফটো এডিটর (photo editor) লিখে সার্চ করে ইনস্টল করে নিন ।
এই এপস কম্পিউটার ফটোশপ সফটওয়্যারের চেয়ে কম নয় । মাত্র ৬ এমবি এই এপসে পাবেন মোট চারটি সফ্টওয়্যারের সুবিধা ।
আমারা ফটো এডিটিং এর জন্য অনেক ধরনের এপস ব্যবহার করে থাকি । হয়ত সব এপস মনের মত হয় না ।
তাই আজ যে এপস নিয়ে কথা বলব যে এই এপসে অসংখ্য এডিটিং এর ফাংসন রয়েছে অবাক করার মতো ।
হয়তো সব অপশন নিয়ে কথা বলা সম্ভব নয় । যেসব আলোচনা মূল ও মেইন সেই সব বিষয়ে আলোচনা করা হল ।
এই এপসে যা রয়েছে :
[ কাট, ক্রপ, ইফেক্ট, কালার, টেষ্ট প্লাস, ফ্রেম, রেজুলেশন ক্রিটর, ফেচ ফ্রেসার, রোটেশন, এনিমেটেড গিফ ক্রিটর (GIF),
কম্প্রেস টু জিপ ( compress to zip ), পি ডি এফ ক্রিটর (PDF CREATOR) ইত্যাদি আরো অনেক কিছু ।
চমৎকার বিষয় হলো এখানে এই ফটো এডিটরে একটি ভিডিও প্লেয়ার পাবেন যার দ্বারা ভিডিও স্লো মোশন ( slow motion ) এবং
ফাস্ট মোশন ( fast motion ) করে চালাতে পারবেন । এই ফটো এডিটর ব্যবহারে আপনাকে উইন রার (win rar), পি ডি এফ রিডার
( pdf reader ), গিফ মেকার (GIF MAKER) এই এপস গুলো আলাদা ভাবে ইন্সটল দিতে হবে না । এই ফটো এডিটরে ছবি এডিট করলে ছবির কোন প্রকার
রেজুলেশনে নষ্ট হয় না । ] এখানে একাধিক ফটো একত্রে যুক্ত করতে পারেন । এটা কাজটি করার জন্য সর্ব প্রথম ফটো এডিটরে প্রবেশৎকরুন ।
এবার আপনার সামনে উপরের দিকে গ্যালারি ( Gallery ) লেখা দেখতে পাবেন । সেখানে ক্লিক করুন তারপর উপড়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে নির্দিষ্ট গ্যালারি বা ফাইল ম্যানেজার সিলেক্ট করুন । গ্যালারি থেকে পছন্দের পিক সিলেক্ট করুন । ফটো এডিটরে অটোমেটিক ফটো চলে আসবে । এরপর নিচের দিকে ডানপাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে বা দিকে প্রথম লাইনে টেষ্ট/ইমেজ ( text/image ): লেখায় ক্লিক করুন। এখন বা দিকে নিচে
প্লাস (+) আইকনে ক্লিক করুন । সাথে সাথে উপড়ে আর একটি লেয়ার চলে আসবে । লেয়ারের উপড়ের দুই নাম্বার
অপশনে ক্লিক করুন, নতুন একটি পেজ চলে আসবে । যেখানে নিচে ইংরেজিতে গ্যালারি লেখা পাবেন । উক্ত গ্যালারিতে ক্লিক করার পর আবার আপনার ফোনের গ্যালারি বা ফাইলে নিয়ে যাবে । ঠিক আগের মতো ফটো সিলেক্ট করে এইভাবে একাধিক বার আপনার যতগুলি ফটো দরকার ততগুলো নিতে পারেন ।
যাই হোক আপনারা এই ফট এডিটর এর ভিতর প্রবেশ করলে সমস্ত বিষয় বুঝতে পারবেন । আমি শুধু সেইসব বিষয়ের উপর কথা বলছি সংক্ষিপ্ত আকারে যা যা সুবিধা পাবেন এই এপসে । এই এপসে পিডিএফ রিডারে ক্লিক করে ফাইল ম্যানেজারে প্রবেশ করে আপনার পি ডি এফ ইমেজটি দেখতে পাবেন ।
গিফ মেকার দিয়ে আপনি অনেক গুলো ফটো যুক্ত করে গিফ ইমেজ তৈরি করতে পারেন । কিছু ফাইল ডাউনলোডের পর জিপ
(zip) আকারে লক থাকে এই এপসের মাধ্যমে জিপ ফাইল আনজিপ ( unzip ) করে লক খুলতে পারেন ।