ফরিদপুরের সেরা বাস সার্ভিস

আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স,আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন।

এই পোস্ট টিতে আমি তুলে ধরছি ঢাকা হতে ফরিদপুর রুটের সেরা বাস কোচ সার্ভিস এর বিস্তারিত তথ্যাবলি।

 

আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই ফরিদপুর জেলার বাসিন্দা।অনেকেই হয়তোবা ঢাকা হতে ফরিদপুর যাওয়ার জন্যে লঞ্চ তথা নৌ পরিবহন দ্বারাই চলাচল করে থাকেন,

এতে ফেরীঘাট/লঞ্চঘাটের জ্যাম,ভীড়ের মধ্যে চুরি হওয়ার ভয় সহ বিভিন্ন রিস্ক এবং অনেকসময় ভিড় ভোগান্তির সাথেই আপনাদের ভ্রমণ করে থাকতে হয়

তাছাড়াও এমনও অনেকেই রয়েছে যারা লঞ্চ জার্নি করতেও ভয় পেয়ে থাকে।

এই ভোগান্তি তে না পড়ার জন্যেই রয়েছে গোল্ডেনলাইন পরিবহন বাস।যা ঢাকা হতে ফরিদপুর রুটে অনেক সুনামের সাথেই চলাচল করছে।

এই গোল্ডেন লাইন পরিবহন তাদের বহরে থাকা হিনো একে ১জে এসি,নন এসি ও বিলাশবহুল হিনো আর এম ২ বাস গুলো দিয়ে ঢাকা ফরিদপুর রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে।

যেখানে

ঢাকা হতে ফরিদপুর রুটের এসি বাসের ভাড়াঃ- ৭৫০ টাকা মাত্র এবং

ঢাকা হইতে ফরিদপুর রুটের নন এসি বাসের ভাড়াঃ- ৩৫০ টাকা মাত্র।(ভাড়া কতৃপক্ষের নির্দেশনানুযায়ী যেকোনো সময় পাল্টাতে পারে)

 

বাসগুলো আপনি পেয়ে যাবেন ঢাকার গাবতলী বাস টার্মিনালে পেয়ে যাবেন।

 

চলুন জেনে নেওয়া যাক গোল্ডেনলাইন পরিবহনের নন এসি বাস গুলোর মধ্যে যাত্রীরা যে সকল সুবিধা পাচ্ছে সেই সম্বন্ধেঃ-

Golden Line Paribahan Non AC :- তাদের নন এসি ফ্লিটে রয়েছে হিনো ওয়ান জে নন এসি বাস।বাসগুলো ইকোনমিক ক্লাসের বাস যেখানে

ইকোনমিক ক্লাস বলতে বোঝানো হয়েছে বাসের উভয় পাশেই দুটি করে সিট বিদ্যমান থাকা। অর্থাৎ যাত্রীরা উভয় পাশেই দুটি করে সিট পাবে এবং উভয় পাসেই বসতে পারবে।(গোল্ডেনলাইন পরিবহনের প্রায় সকল বাসই ইকোনোমিক ক্লাসের বাস,তাই বারে বারে তুলে ধরা থেকে একবার তুলে ধরাটাই শ্রেয়)

গোল্ডেন লাইন পরিবহন এর সকল নন এসি বাস একই কালার ও একই ডিজাইনের করা হয়েছে।(সোনালী বর্ণের।)যা তাদের পরিবহনের ঐশ্বর্যতাটি তুলে ধরে থাকে।

গোল্ডেন লাইন পরিবহন ফরিদপুর সহ দেশের উত্তরবঙ্গের রুটেও চলাচল করে থাকে এবং এই পরিবহনটি তাদের বহরে থাকা ২ ইউনিট হিনো ওয়ান জে এসি বাস দ্বারা ঢাকা হতে কোলকাতা রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে।

 

আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা এই গোল্ডেনলাইন পরিবহন এর বাসগুলোতে ভ্রমন করেছেন।করে থাকলে আপনাদের ভ্রমানুভুতি টি আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারবেন।

আশা করি আপনাদের কাছে এই নিউজটি ভালো লেগেছে।এরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্যাবলি জানার জন্যে আমার সাথেই থাকবেন।

ধন্যবাদ।

Related Posts