ফুসফুসের ইনফেকশন কি? হলে বাঁচার উপায়

ফুসফুসের ইনফেকশন কি বা কেন হয় এবং কিভাবেই বা এর প্রতিকার করা যেতে পারে এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো। আমাদের শরীরের অভ্যন্তরীন জরুরি সব অঙ্গগুলোর মাঝে ফুসফুস একটি। বিভিন্ন কারণে আমাদের শরীরের ভেতরকার ফুসফুসে রোগ হতে পারে। এসব রোগের মধ্যে একটি হচ্ছে ইনফেকশন। যেটি আমাদের আজকের আলোচনার মূল বিষয়।

তবে অনেকে ফুসফুসের ইনফেকশন রোগের ব্যাপারে তেমন বেশি একটা জানেন না। তাহলে প্রথমে রোগের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার মাধ্যমে আর্টিকেলটা শুরু করা যাক।

ফুসফুসের ইনফেকশন কি?

একটি ফুসফুসের ইনফেকশন হলো এমন একটি সংক্রমন যেখানে একটি রোগ সৃষ্টিকারী অণুজীব ফুসফুসের শ্বাসনালী বা টিস্যুতে রোগ প্রতিরোধক কোষ সংগ্রহের কারণে ক্ষতি এবং প্রদাহ সৃষ্টি করে।

আরেকটু সহজে বললে, আমাদের প্রতিদিনকার কর্মকাণ্ডের ফলে বিভিন্নভাবে ফুসফুস দূষিত হয়ে থাকে। যেমন বায়ু দূষণ, ধূমপান ইত্যাদি এর ফলে ফুসফুস নানাভাবে ক্ষতিগ্রস্ত বা সংক্রমিত হয়। ফলে ফুসফুসে পানি আসা, ক্যান্সার হওয়ার মতো বড়ো বড়ো রোগ আমাদের শরীরে দেখা দেয়।

আর তাই বলা যেতে পারে যদি আপনি দীর্ঘসময় ধরে আপনার ফুসফুস ভালো এবং রোগমুক্ত রাখতে চান তবে আপনাকে অবশ্যই রোগটি কেন হয় এবং প্রতিকার সম্পর্কে জানতে হবে। চলুন তবে নিচে জেনে নেওয়া যাক বিস্তারিত।

ফুসফুসের ইনফেকশন কেন হয়?

১. মাদকদ্রব্য সেবন, যেমন; ধূমপান, মদ ইত্যাদি।

২. বিশ্রামহীন জীবনযাপন করা।

৩. অপুষ্টি বা পুষ্টিহীনতার সমস্যা।

৪. অতিরিক্ত বায়ুদূষণ।

৫. ক্ষতিকারক ব্যাকটেরিয়া ইত্যাদি।

মূলত এসব কারণে ফুসফুসে বিভিন্ন বড় বড় রোগের সৃষ্টি হয়ে থাকে। চলুন এই পর্যায়ে এর প্রতিকার জেনে নেই।

ফুসফুস এর ইনফেকশন হলে করনীয় কি?

যখন আপনি বুঝতে পারবেন আপনার ফুসফুসে ইনফেকশন হয়েছে বা আপনার ফুসফুসে রোগের সৃষ্টি হচ্ছে তখন সবচেয়ে ভালো হয় বিশেষজ্ঞ ডক্টর এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া এবং ডক্টর এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা।

একইসাথে বেশি বেশি পানি পান, মাদক থেকে দূরে থাকা, বায়ু দূষণ হয় এমন পরিবেশে না থাকা ইত্যাদি বিষয়গুলো মেনে চললে আপনার ফুসফুস দীর্ঘদিন সুস্থ থাকবে।

ফুসফুস এর ইনফেকশন সমাধানে বিশেষজ্ঞ ৫জন ডাক্তারের নাম/ঠিকানা

ডাঃ আবদুল হামিদ

এমবিবিএস, ডিটিসিডি, এমআরআইটি বুক, অ্যাজমা এবং মেডিসিন বিশেষজ্ঞ।

ফোন: + 880-2-8143312, 8143437, 8143913 (চেম্বার)

ডাঃ মোস্তাক আহমেদ বিন হোসাইন

বিএইচএমএস, এমবিএ (ঢাকা বিশ্ববিদ্যালয়)

মেডিসিন এ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।

মোবাইলঃ ০১৮৯২৫৬৮৮১৪, ০১৮৯২৫৬৮৮১৩।

অধ্যাপক ডাঃ একেএম মুসা

এমবিবিএস (ডিএমসি) এফসিপিএস (মেডিসিন)।

মেডিসিন এবং বক্ষ বিশেষজ্ঞ।

ডাক্তারের চেম্বার: অলোক হেলথ কেয়ার লিঃ

অধ্যাপক ডাঃ মির্জা মোহাম্মদ হিরণ

এফসিপিএস (মেডিসিন), এমডি, এফসিসিপি, এফআরসিপি, এফআরসিপি (এডিন), এফআরসিপি।

মোবাইলঃ ০১৭১৭৩৫১৬৩১।

অধ্যাপক ডাঃ গোলাম মহিউদ্দিন আকবর চৌধুরী

এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এফআইসিএস।

মোবাইলঃ 01199809503

এই ছিল ফুসফুসের ইনফেকশন রোগে বিশেষজ্ঞ ৫ টি ডক্টর এর নাম এবং বিস্তারিত। ফুসফুসের যেকোনো সমস্যার জন্য উপরোক্ত বিশেষজ্ঞ ডাক্তারদের থেকে ফোনে পরামর্শ চাইতে পারেন। গ্রাথোরের সঙ্গে থাকুন এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন।

বিদ্র: সকল তথ্য অনলাইন এর বিভিন্ন জায়গা থেকে নেওয়া।

Related Posts