ফেসবুকের মাধ্যমে কিভাবে টাকা উপার্জন করবেন ?

আসসালামুয়ালাইকুম সবাইকে।

কেমন আছেন সবাই? আশা করি ভাল।

আজকে আমার পোস্টের টপিক হচ্ছে ফেসবুকের মাধ্যমে কিভাবে আয় করবেন।

সারাদিন আমরা সবাই ফেসবুক ব্যবহার করি,অন্যের ছবিতে লাইক কমেন্ট করি, বিভিন্ন পোস্ট করি। এসবের পাশাপাশি ফেসবুকে চাইলেই গড়ে তোলা যায় ছোটখাটো একটা অনলাইন স্টার্টআপ ।

বিভিন্ন ফ্যানপেজ তৈরি, অনলাইন শপ,ফেসবুক গেম ডেভেলপ করার মত হাজারো কাজের মাধ্যমে ফেসবুক হয়ে উঠতে পারে আপনার আয়ের উৎস।

চলুন এর কিছু সম্পর্কে আলোচনা করা যাক।

ফেসবুক পেজ:

ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আয় করা সম্ভব। এজন্য একটি ফেসবুক পেজ খুলে নিতে হবে। যেকোনো ধরনের যেমন: ফুড রিভিউ, ট্রাভেল পেজ কিংবা যেকোন বিনোদনমূলক পেজ।

কিন্তু মাথায় রাখতে হবে সেই কনটেন্ট যেন সবার জন্য উপকারী হয় এবং কোনো ট্রল পেজ তৈরি করার আগে খেয়াল রাখতে হবে যে, সেটি যেন কোন জাতি বা গোষ্ঠীর প্রতি প্রতিহিংসামূলক না হয়।

তাহলে কিন্তু আপনার টাকা আয়ের চিন্তা-ভাবনাতে হিতে বিপরীত হতে পারে।

তাই সবসময় ভাল কনটেন্ট তৈরি করার চেষ্টা করবেন।

সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইট:

আপনার পেজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করলে ভালো হয়।
আপনার কনটেন্ট এর বিশদ বর্ণনা থাকবে এই ওয়েবসাইটে।
ওয়েবসাইট তৈরীর জন্য আপনি ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, উইবলির সাহায্য নিতে পারেন। আপনি অল্প কিছু টাকা খরচ করেই নিজের একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন।

গুগল এডসেন্স এর মাধ্যমে ওয়েবসাইট থেকে টাকা আয় করতে পারবেন। এর ফলে আপনার ওয়েবসাইটে এড দেখানোর জন্য আপনি টাকা পাবেন। এটি খুবই জনপ্রিয় একটি মাধ্যম।

পোস্ট বিক্রি:

ফেসবুক পেজে নিয়মিত নতুন নতুন কনটেন্ট আপলোড করা জরুরি।এর ফলে নতুন নতুন ভিউয়ারস বাড়বে এবং লাইক কমেন্টস ও বেড়ে যাবে। এবং পেজটি জনপ্রিয় হয়ে উঠবে।

শপসামথিং (shopsomething.com) নামক অনলাইন একটি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার ফেসবুক পোস্ট বিক্রি করতে পারবেন।

‘ফেইসবুক শপ’ নামের একটি অ্যাপ রয়েছে।

যেখানে আপনি অনলাইন মার্কেটিং করতে পারবেন। এর ফলে আপনি অনলাইনে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

অনেকদিন ধরে চালানো কোনো ফেসবুক একাউন্ট ,পেজ ও গ্রুপ সেল করার মাধ্যমেও আয় করা সম্ভব ।

কারণ অনলাইন মার্কেটপ্লেসে পুরনো একাউন্ট ,পেজ ও গ্রুপের অনেক চাহিদা ।

এগুলোতে আগে থেকেই অনেক ফ্যান ,ফলোয়ার্সরা থাকে।

এগুলো আগে থেকেই সবার পরিচিত থাকে।

সামান্য মেধা, শ্রম ও সময় দিলে ফেসবুকের মত নিত্যপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিও হয়ে উঠতে পারে আপনার আয় করার মাধ্যম ।

আশা করি সকলে বুঝতে পেরেছেন।

আজ এ পর্যন্তই।

পরবর্তী পোস্টে নতুন কিছু নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 

আল্লাহ হাফেজ।।

Related Posts

10 Comments

মন্তব্য করুন