ফেসবুকে আনফ্রেন্ড করলে বুঝার উপায়?

ফেসবুক বর্তমানে সোস্যাল নেটওয়ার্কের বড় একটা জায়গা দখল করে আছে।অনেক পরিচিত অপরিচিত বন্ধু আছে এতে।অনেক সময় দেখা যায় অনেক পুরনো বন্ধুদেরও এর মাধ্যমে খুঁজে পাওয়া যায় এবং যোগাযোগ রাখা যায়।যদি ফেসবুকে আপনাকে কেউ রিকোয়েস্ট পাঠান সেটা আপনি নোটিফিকেশন আকারে দেখতে পারেন।কিন্তু কেউ যদি আপনাকে আনফ্রেন্ড করে দেয় সেটা আপনি নোটিফিকেশনও পান বা বুঝতেও পারেন না।সেই বন্ধুটি আপনাকে আনফ্রেন্ড করে দিছে।কয়েকটি কৌশল ব্যবহার করে আপনার কোন বন্ধু আপনাকে আনফ্রেন্ড করেছে কিনা।সর্বপ্রথম পোস্ট অডিয়েন্স খেয়াল করা।ফেসবুকে সাধারণত দুই ধরনের পোস্ট দেখা যায়।একটি হলো পাবলিক আর অন্যটি হলো ফ্রেন্ডস।পাবলিক পোস্ট আপনি কারও ফ্রেন্ড না হলেও দেখতে পারবেন। তাই আপনি যদি দেখেন আপনার বন্ধুর কিছুদিন যাবত দেখতে পাচ্ছেন না।নিউজফিডে শুধু পাবলিক পোস্ট গুলোই দেখাচ্ছে।তাহলে বুঝতে হবে সে আপনাকে আনফ্রেন্ড করে দিছে।আপনি যখন ধারণা করবেন সেই বন্ধু আপনাকে আনফ্রেন্ড করে দিছে। তখন আপনি আপনার প্রোফাইলে গিয়ে ফ্রেন্ডলিস্ট বের সেখানে তার নাম সার্চ দিয়ে দেখতে পারে। যদি না পান তাহলে বুঝবেন সে আর আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টে না। আরও একটা ভালো উপায় হলো ফেসবুকের তার নাম সার্চ দিয়ে তার প্রোফাইল চেক করা।যদি দেখতে পান এ্যাড ফ্রেন্ড তাহলে বুঝতে পারবেন সে আপনাকে আনফ্রেন্ড করে দিছে।

Related Posts