- হ্যালো, বন্ধুরা কেমন আছেন সবাই।
আমি ভালো, আশা করি আপনারাও ভালো আছেন।
আজকে শেয়ার করবো, ফোণে চার্জ কিভাবে বৃদ্ধি করবেন। চলুন শুরু করা যাক।
বর্তমানে আমাদের একটা দিন যেন, ফোণ ছাড়া অসম্ভব। ফোণ ব্যবহার করেন না, এমন মানুষ দেখা কমে যায়।
কিন্তু এই ফোণ ব্যবহার করতে গিয়ে,সবাই একটা সমস্যাই পড়ি। যে ফোণে চার্জ ঠিক মতো থাকেনা।
আজ, এই নিয়ে কিছু টিপস্ দিব যা আপনাদের সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে।
তার আগে, জেনে নেই কেন?
চার্জ থাকেনা ফোণে ।
নিম্নে কারণ গুলো উল্লেখ করা হলো:
1. ফোণে অতিরিক্ত অ্যাপ ইনস্টল করে রাখলে , অনেক ব্যাটারি চার্জ খরচ হয়।
2. ডিসপ্লে লাইট বেশি দিয়ে রাখলে, অতিমাত্রায় ব্যাটারি খরচ হয়।
3. এছাড়া ব্যাটারি ফুল চার্জ হওয়া সত্ত্বেও ফোণ চার্জে লাগিয়ে রাখলে, ব্যাটারি তে ঠিকমত থাকেনা।
4. এরপর ফোণ ঘন ঘন শাটডাউন মারলে, ব্যাটারি চার্জ ক্ষমতা অনেকাংশ কমে যায়।
5. ফোণ চার্জে লাগিয়ে, ব্যবহার করলে চার্জ ক্ষমতা কমে যায়। এমন কি ফোণ ব্লাস্ট হতে পারে।
6. তাছাড়া সোশাল কিছু বেশি ব্যবহার করলেও বেশি চার্জ লস হয়। যেমন: ফেসবুক অফিশিয়াল অ্যাপ, ইনষ্টাগ্রাম অ্যাপ আরো ইত্যাদি ।
এবার আসি কিভাবে চার্জ কম খরচ হয়, সেই নিয়ে আলোচনা করবো।
1. ফোণে চাহিদা অনুযায়ী অ্যাপ ইনষ্টল রাখতে হবে। অপ্রয়োজনীয় কোনো অ্যাপ রাখা যাবে না। কারণ এতে ব্যাটারি লস হয়।
তাই যত কম অ্যাপ ইউজ করবেন তত চার্জ কম খরচ হয়।
2. ফোণে ব্রাইটনেজ আলো সবসময় কম দিয়ে রাখবেন। তাহলে চার্জ কম খরচ হবে।
3. ফোণ চার্জ 90%–95% হলে, আর চার্জ করবেন না। খুলে রাখবেন আর ফোন চার্জ 20%-30% মধ্যে থাকা অবস্থায় চার্জে দিবেন। মাসে একবার সমপূর্ণ চার্জ শেষ করে চার্জে দিবেন।
4. ঘন ঘন ফোণ শাটডাউন করবেন না।
5. আর হ্যা, চার্জে লাগিয়ে ফোণ ব্যবহার করবেন না।
6. ফেসবুক ,ইনষ্টাগ্রাম কম ব্যবহার করবেন। যদিও আমরা সবাই এই সোশাল মিডিয়া গুলো বেশি ব্যবহার করি। আমরা যদি কম ব্যবহার করি তাহলে একটু হলে ও চার্জ কম খরচ হবে।
7. আর সবসময় ব্যাটারি সেভমুড অন করে রাখবেন। এটা করে রাখলে চার্জ কম খরচ হবে।
8. এসব ছাড়াও আমরা কিছু অ্যাপ ব্যবহার করে ব্যাটারি সেভ করে রাখতে পারি। আর চার্জ ও কম খরচ হয়।
যেমন: গ্রিনিফ্লাই, এনড্রয়েড ফর বুষ্টার ।
এইসব অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলো ব্যাটারি সেভ রাখে এবং চার্জ কম খরচ হয়।
আজ এই পর্যন্ত, পোষ্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।
আর সকল ভিউয়ার কে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমার পোষ্ট পড়ার জন্য।