হ্যালো বন্ধুরা কেমন আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা টেকটিউন নিয়ে ফিরে এলাম। আশাকরি আপনার ভালো লাগবে।
আপনি নিশ্চই চান আপনার ফোনে টাকা কম কাটুক। আপনার ফোনের লোকসন কেউ জানতে ও পারবে না। আপনি বন্ধুদের সাথে ফোনে কথা বলবেন কিন্তু বন্ধুরা আপনার ফোন নাম্বার দেখতে পারবে না।এই সব যদি আপনি চান তাহলে আপনি আমার বাকি লেখাগুলো মনোযোগ দিয়ে পরুন।
আপনাদের কথা চিন্তা করে বাংলাদেশের মোবাইল কম্পানি একটি মোবাইল তৈরি করেছে,যার নাম ‘ গ্যাং স্টল ‘। আপনি যদি কাউকে কল করেন তাহলে যাকে কল করবেন তার ফোনে ৫সংখ্যা বিশিষ্ট একটি নাম্বার দেখা দেবে,যেটা আসলে কোনো নাম্বার নয়। এটিতে কোনো ফোন নাম্বার লাগে না। এটিতে অটোমেটিক ভাবে নেটওয়ার্ক সার্ভিস চালু করা থাকে।
তিনশত টাকা একবার রিচার্জ করলে তারপর ১বছরের মধ্য আর টাকা লোড দেওয়া লাগে না।
এটি বৃহওর মার্কেট এবং বাংলাদেশ আই ডিবি ভবন, আগারগাও, শেরে বাংলা থানা,ঢাকা জেলায় পাওয়া যাবে, তাছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। পাওয়া যাবে তবে খুব কিছু দিন পর। এই ফোন এখনো বাজারে প্রকাশ করা হয়নি,শুধু ফোনের নাম এবং এর কার্জ ক্ষমতা সম্পর্কে মোবাইল কম্পানি জানিয়েছেন। বেশ কিছু দিন পর ফোনটা অনলাইনের মাধ্যমে কেনা যাবে। তাছাড়া ফোনটির মূল্য এখনো জানাননি।
ভালো থাকবেন আপনারা। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করুন।আজ এই পর্যন্তই।