ফ্রিল্যান্সিং করার সহজ নিয়ম

আসসালামু আলাইকুম
অনলাইন দুনিয়ায় ইনকামের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফ্রিলান্সিং করা।

কাজ না জেনে ফ্রিলান্সিং করা একটু কঠিন।কিন্ত সামান্য টেকনিক মেনে কাজ করলেই আপনার সবচেয়ে বড় আয়ের মাধ্যম হতে পারে   এই ফ্রিল্যান্সিং।
অবিশ্বাস্য ব্যাপার হলেও সত্যি এটাই যে ফ্রিলান্সিং করে মাসে ১লক্ষ টাকাও ইনকাম করা সম্ভব।

তাহলে শুরু করি
ফ্রিলান্সিং কি?
কিভাবে কাজ করব?
কিভাবে সহজে ইনকাম করতে পারব??
ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করতে পারব??
আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারি??
যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কোন কোর্স করব??
নতুনদের জন্য সেরা কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট??

ফ্রিল্যান্সিং কি??

ফ্রিল্যান্সিং  হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন। কোন চাকরিজীবী মানুষ এমনিতেই সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কাজ করতে হয়।
কিন্তু এই ফ্রিল্যান্সিং এ আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন।

এটাও এক প্রকার ব্যবসা বললে সম্ভবত আমি ভুল হবো না

কিভাবে কাজ করব??

এ কাজ করতে হলে সর্ব প্রথম যে জিনিস লাগবে তা হল ইন্টারনেট।

ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ করে বা ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ পায়, এই বিষয়টি বুঝতে পারলে ফ্রিল্যান্সিং কি সেটা বুঝতে পারবেন।তাহলে শুরু করা  যাক

ধরুন, আপনি একজন ফ্রিল্যান্সার এবং আমার একটি গার্মেন্টস এর কোম্পানি আছে। আমার কোম্পানিটি নতুন হওয়ার কারনে অধিকাংশ লোক আমার কোম্পানি সম্পর্কে কিছু জানে না। কাজেই আমি চাইছি আমার গার্মেন্টস এর নামে একটি ওয়েবসাইট তৈরি করব, যাতে সেই ওয়েবসাইটের মাধ্যমে মানুষ আমার কোম্পানি সম্পর্কে জানতে পারে।

এ ক্ষেত্রে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক ধরনের উপকরণ প্রয়োজন হবে। প্রথমত গার্মেন্টস এর নামে অবশ্যই একটি লোগো তৈরি করে নিতে হবে। তারপর লোগো সহ কোম্পানির নামে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই সাথে ওয়েবসাইটটি যাতে মানুষ গুগলে সার্চ করে দেখতে পায়, সেই জন্য ওয়েবসাইটের এসইও করতে হবে। তাহলে আমার কোম্পানির ওয়েবসাইট তৈরি করার জন্য একজন লোগো ডিজাইনার, একজন ওয়েব ডিজাইনার ও একজন এসইও এক্সপার্ট এর প্রয়োজন হবে।

এখন আমার কোম্পানির ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রথমে একজন ভালোমানের লোগো ডিজাইনার খুজব। একজন লোগো ডিজাইনার খোজার জন্য আমি ফ্রিল্যান্সিং মার্কেট আমার লোগো ডিজাইনের বর্ণনা দিয়ে একটি পোস্ট করব। তারপর পোস্ট দেখে বিভিন্ন ফ্রিল্যান্সার কাজটি করে দেওয়ার জন্য এপ্লাই করবে। যারা এপ্লাই করবে তাদের প্রোফাইল দেখে যাকে আমার কাছে ভালোমানের লোগো ডিজাইনার মনেহবে তার সাথে যোগাযোগ করব।

ফ্রিল্যান্সিং করে আপনি চাইলে ৫০০০০ টাকাও ইনকাম করতে পারবেন। কাজের উপর ভিত্তি করে ইনকাম বাড়তে থাকে।

যেমন কাজ করবেন তেমন ইনকাম করতে পারবেন।

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার  তৈরা খুব সহজ। যদি আপনি কাজ জানেন।কাজ না জেনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করা কঠিন।

অনলাইনে কিছু কোর্স করে শিখতে পারবেন ফ্রিল্যান্সিং।

আশা করছি ভালো লাগবে সবার এবং উপকৃত হবেন।

Related Posts

2 Comments

মন্তব্য করুন