ফ্রি টাকা ইনকাম কোন ইনভেস্টমেন্ট ছাড়া 100% গ্যারান্টি সহকারে পেমেন্ট

আজকাল অনলাইনে ঢুকলে দেখা যায় বিভিন্ন ধরনের সাইট যেগুলো থেকে নাকি হাজার হাজার টাকা ইনকাম করা যায় সে যেই সাইট ই হোক না কেন যে একবার কাজ না করবে সেই সাইট সম্পর্কে বলা খুবই মুশকিল। আসলে সত্যি কথা বলতে গেলে অনলাইনে ইনকাম করার মত ভাল সাইট খুঁজে পাওয়া এখনকার দিনে খুবই কষ্টকর। কিছু কিছু সাইটে কাজ করতে গেলে ইনভেস্টমেন্ট করতে হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে যে সাইটটির কথা বলবো সেই সাইট থেকে আপনারা ফ্রি ফ্রী ইনকাম করতে পারবেন কোন ইনভেস্টমেন্ট করা লাগবে না।  আর হ্যাঁ এই সাইটটি অবশ্যই 100% গ্যারান্টি সহকারে পেমেন্ট দিয়ে থাকে।

 চলুন জেনে নেওয়া যাক এবং কিভাবে কাজ করতে হবে সবকিছুর  ডিটেইল আমি নিচে স্টেপ বাই স্টেপ step-by-step বলে দিতেছি, কষ্ট করে পুরো পোস্টটি পড়ুন এবং যদি মনে হয় আপনার কাছে আমার এই পোস্টটি ভাল তাহলে একটা শেয়ার করে দিবেন।

সাইটটির নাম হচ্ছে মাইক্রোওয়ার্কারস ডট কম- Microworkers.com

যারা এই সাইটটির সম্পর্কে জানেন তারা হয়তো এটাও জানেন যে আমি কোন ফালতু সাইটের নাম উল্লেখ করিনি। 

এই সাইটে কাজ করতে গেলে কোন ইনভেস্টমেন্ট করা লাগবে না বা কোন ঝামেলায় পড়তে হবে না তাছাড়া আপনাকে এতো বেশি কাজের অভিজ্ঞতা ও থাকা লাগবে না জাস্ট অনলাইন সম্পর্কিত বেসিক ধারণা থাকলে আপনি এই সাইটে কাজ করতে পারবেন।

কারণ এটি হচ্ছে নতুনদের ফ্রিল্যান্সিং করার একটি সেরা সাইট।

এই সাইটে কাজ করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

 এটা হচ্ছে রেজিস্ট্রেশন লিংক : https://www.microworkers.com/signup.php

রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার পরে নিচের  ছবির মত একটি ফর্ম দেখতে পাবেন। 

ওই ফরমটি পূরণ করার পূর্বে সাবমিট করে দিবেন নিচের থেকে।

সঠিক তথ্য দিয়ে ফরমটি ফিলাপ করবেন।

তারপর ইমেইল ভেরিফিকেশন করে নিবেন।

ইমেইল ভেরিফিকেশন করার পরে লগইন করবেন।

এটা হচ্ছে লগইন লিংক : https://www.microworkers.com/login.php

লগইন করার পরে আপনি ড্যাশবোর্ডে একটু নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো জব রয়েছে সেগুলো হচ্ছে ছোট ছোট জব 2-3 মিনিট কাজ করলেই একেকটি জব কমপ্লিট করা সম্ভব।

হ্যাঁ তার আগে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে এডমিশন টেস্ট দিতে হবে। 

পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব জব গুলো করে দেখানোর।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ধন্যবাদ Grathor এর সাথে থাকার জন্য।

Related Posts

11 Comments

মন্তব্য করুন