ফ্রীল্যান্সিং এর চাহিদা সম্পন্ন বিষয়

ফ্রীল্যান্সিং বা আউটসোর্সিং সারা বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পেশা । আমাদের সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ফ্রীল্যাসিং। ফ্রীল্যান্সিং বা আউটসোর্সিং এর যুগোপযোগীতা বর্তমানে তরুণ প্রজন্মকে কাজ করার এক নতুম দিগন্ত উন্মোচন করেছে। আউটসোর্সিং এ কাজ করে বর্তমানে অনেক তরুণ প্রতি বছর বিদেশ থেকে লাখো লাখো টাকা বৈদেশিক মুদ্রা আয় করছে শুধুমাত্র ফ্রীল্যান্সিং এর মাধ্যমে।              চারদিকে ফ্রীল্যান্সিং এর বাহারী মানুষকে আকৃষ্ট করছে এমনভাবে যে সকলের ধারণা ফ্রীল্যান্সিং এর কাজ খুবই সহজ। কিন্তু ফ্রীল্যান্সিং এ কাজ করা মোটেও বিষয় নয়।দিনরাত লেগে থাকতে হয়। কেউ একদিন এ সফলতা যেমন অর্জন করতে পারে না ঠিক তেমনি ভাবে আউটসোর্সিং এ মানুষ একদিনে সফলতা অর্জন করতে পারেনা। রাতারাতি কাজ শিখলে আপনি আউটসোর্সিং এ ভালো করতে পারবেন এমন কোন কথা নেই। তবে আপনাকে কাজ জানলে অবশ্যই সেই কাজ জানার উপর কাজ জানা দক্ষতার উপর আপনার আউটসোর্সিং এর সফলতা নির্ভর করে। আউটসোর্সিং এ কাজ করতে হলে আপনাকে অনলাইন মার্কেটপ্লেসের কাজের চাহিদার কথা মাথায় রেখে কাজ শিখতে হলে এবং সেই কাজের দক্ষতা অর্জনের জন্য কাজ করতে হবে। আউটসোর্সিং এ কাজ জানা লোকের অভাব নেই তবে দক্ষ লোকের খুব অভাব । সেই কথা মাথায় রেখে অনলাইন মার্কেট প্লেসে আপনাকে প্রবেশ করতে হবে। গতানুগতিক কাজের পাশাপাশি আপনি আউটসোর্সিং এ করতে পারেন ডেটা অন্যালেটিক্স,মাইক্রোসফট অফিস কপিটাইপিং ,ই মেইল হ্যান্ডেলিং,ট্রান্সক্রিপশন, বুককিপিং এই সকল কাজের চাহিদা আউটসোর্সিং এ অনলাইন মার্কেটপ্লেসে দিন দিন দিন বেড়ে চলছে। এখন দেখা যাক এগুলো কি ধরণের কাজ এবং কেনইবা মার্কেটপ্লেসে এসকল কাজের চাহিদা বেশি। ১.ডেটা অন্যালেটিক্স: দিন দিন মানুষ বাড়ছে। সেই সাথে যুক্ত হচ্ছে প্রতিযোগিতার বাজার। তাই এই প্রতিযোগিতার বাজারে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চাইলে জানতে হবে ভিন্ন ভিন্ন কাজ। ডেটা অন্যালেটিক্স তেমনি একটি কাজ। ডেটা অন্যাটেলিক্স জানা দক্ষ লোকের সংখ্যা খুব কম। তাই যেহেতু বর্তমান বাজারে খুব চাহিদা সম্পন্ন কাজ এটি তাই এই কাজে কেউ দক্ষতা অর্জন করলে আপনি অনলাইন মার্কেটপ্লেসে সফল ক্যারিয়ার গড়তে পারবেন।             ২.মাইক্রোসফট অফিস:মাইক্রোসফট অফিসে এক্সেলে কাজে দক্ষ লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডেটা টাইপিং এবং ডেটা এন্ট্রির তুলনায় এক্সেলে কাজ করা কিছুটা জটিল। তাই আপনি যদি আউটসোর্সিং এ সফল ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার মাইক্রোসফট অফিসের কাজ ভালো ভাবে জেনে দক্ষতা অর্জন করতে হবে।৷                     ৩.কপিটাইপিং:সাধারণত কোন কাজ নির্ভুলভাবে এলোমেলো লেখাগুলো কপি করে নতুন পোস্ট এ রুপান্তর করা এবং সেই সাথে বিভিন্ন পোস্ট সম্পাদনা করাই কপিটাইপিং এর কাজ। দিন দিন কপিটাইপিং জানা কাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেসকল মানুষ নির্ভুলভাবে কপি টাইপিং করতে পারে তাদের রয়েছে ফ্রীল্যান্সিং কাজ করার ব্যাপক সুযোগ।

৪.ট্রান্সক্রিপশন :বিভিন্ন ভাষা জানা লোকের জন্য আউটসোর্সিং হতে পারে কাজের মাধ্যম।আরবি, রুশ,মান্দারিন, ফ্রেঞ্চ এসকল ভাষা জানা থাকলে আউটসোর্সিং এ প্রচুর আয় করতে পারবেন।

Related Posts

13 Comments

মন্তব্য করুন