জানা প্রয়োজন,,,,,,,,,,,
চাকমা
———-
১। চাকমা সমাজের প্রধান কে?
– চাকমা রাজা।
২। চাকমারা গ্রামকে কি বলে?
– আদাম।
৩। চাকমারা গ্রামের প্রধানকে কি বলে?
– কার্বারী।
৪।পার্বত্য চট্টগ্রামের সার্কেল কতটি?
-৩টি। যথা; বোয়াং সার্কেল, চাকমা সার্কেল, ও মং সার্কেল।
৬। বোয়াং সার্কেলে প্রধান কে?
– বোয়াং রাজা।
মারমা
———
৭। মারমা সার্কেল এর প্রধান কে?
– মং রাজা।
৮।মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কতোটি?
– ৪৫ টি
৯। মারমাদের প্রধান পেশা কি?
,- জুম চাষ।
রাখাইন
———-
১০। রাখাইন কোন জনগোষ্ঠীর লোক?
– মঙ্গলিয়ান।
১১। রাখাইনদের আদিনিবাস কোথায় ছিল?
– আরাকান (মিয়ানমার)
১২। বাংলাদেশি৷ অনেক রাখাইনদেরকে কি বলে অবিহিত করে?
– মগ।
১৩।জলকেলি কাদের উৎসব?
– রাখাইনদের।
১৪। রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কি?
– বুদ্ধপূর্ণিমা।
১৫।রাখাইনদের ধর্মীয় ভাষা কি?
– পালি।
সাওঁতাল
———
১৬। সাওতালরা মোট কয়টি গোত্রে বিভক্ত?
– ১২ টি।
১৭। এদের প্রধান খাবার কি?
– ভাত।
১৮। সাওঁতালদের কি বিবাহ প্রথার প্রচলন আছে.?
– বিধবা বিবাহ।
১৯। এদের ভাষায় বিধবাকে কি বলে?
– রান্ডি।
২০। সাওঁতালদের প্রধান উৎসব কি?
– সোহরাই উৎসব।
২১। সাওঁতালদের ভাষার নাম কি?
– সাওঁতালি। ( এদের কোন লিখিত বর্ণমালা নেই)।
হাজং
———
২২। হাজংদের প্রধান খাদ্য কি?
– ভাত।
২৩। হাজংরা কোন ধর্মে বিশ্বাসী?
-হিন্দু।
পাঙন
———-
২৪।পাঙনরা কোন ধর্মাবলম্বী?
– ইসলাম।
২৫। পাঙন সমাজ কোন তান্ত্রিক?
– পিতৃতান্ত্রিক।
২৬। পাঙন কোন ভাষায় কথা বলে?
– মৈ তৈ মণিপুরিদের ভাষায়।
খিয়াং
———-
২৭। খিয়াং অর্থ কি?
– ইচ্ছা।
২৮। খিয়াংরা নিজেকে কি বলে?
– হ্যউ ( Hiou)
২৯। খিয়াংরা কোথায় থেকে এসেছে?
– আরাকান – ইয়োমা উপত্যকা থেকে।
৩০। খিয়াংদের প্রধান ধর্মীয় উৎসব কি?
– সাংলান