বাংলাদেশের ভ্রমণপিপাসুদের জন্য দর্শনীয় কয়েকটি স্থান –

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। বাংলাদেশ একটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বাংলাদেশে সর্বোত্র ছড়িয়ে আছে সবুজের সমারোহ। আজকে আমি আপনাদেরকে সেরকমই কয়েকটি কমন/আনকমন বাংলাদেশের দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরবো-

আপনারা যারা ভ্রমণ করতে চাচ্ছেন আশা করি তারা একটু হলেও উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-

জাফলং- বাংলাদেশের একটি সমাধিক পরিচিত দর্শনীয় স্থান হচ্ছে জাফলং। জাফলং এর স্বচ্ছ পানি, ডাউকি ব্রিজ,পাথর উঁচু পাহাড়ে সাদা মেঘের ভেলা পর্যটকদের দৃষ্টি কাড়ে।

যাতায়াত ব্যবস্থা- জাফলংয়ে যাবার জন্য প্রথমে সিলেট যেতে হবে। তারপরে বাসে, মাইক্রো থেকে সরাসরি জাফলং এ যাওয়া যায়।


সাজেক ভ্যালি-

বাংলাদেশের ভ্রমণ কারীদের জন্য আরও একটি পরিচিত দর্শনীয় স্থান হচ্ছে সাজেক উপত্যকা।
সাজেকের মেঘে ঢাকা পাহাড়, সবুজের সমরোহ,পাহাড়। এখান থেকে একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সাজেকের সর্বোচ্চ চূড়া কে কলাংক বলা হয়।

অবস্থান- সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে ভারতের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে শরৎ ঋতুতে অর্থাৎ জুলাই আগস্ট এর দিকে।


সাতলার শাপলা বিল-

সাতলা বিল বর্তমানে বরিশাল জেলার অবস্থিত। এটি সেখানকার মানুষের কাছেই সাতলা বিল নামে পরিচিত।এখান থেকে একই সঙ্গে অনেক শাপলা দেখা যায়।এখানে লাল শাপলার পাশাপাশি সাদা,বেগুনী রংয়ের শাপলা দেখা যায়।

সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে শাপলা দেখা যায়। তাই এই সময়টি ভ্রমণ করার উপযুক্ত সময়।

অবস্থান -এটি বরিশাল সদর থেকে ৬০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলা সাতলা গ্রামে অবস্থিত।

সুসাং দূর্গাপুর-

বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছে অনেক দর্শনীয় স্থান। সেরকমই একটি স্থান হচ্ছে সুসং দুর্গাপুর।

সুসং দুর্গাপুর দেখা যায় সাদা পাহাড়, সোমেশ্বরী নদী। এখানে আরো দেখা যায় অনেক মন্দির, শালবন।

যাতায়াত ব্যবস্থা- দুর্গাপুর ঢাকা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে অবস্থিত। সুসং দুর্গাপুর যাওয়ার জন্য প্রথমে মহাখালী বাসস্ট্যান্ড থেকে বিরিশিরি লাইনের একটি বাসে উঠতে হবে।বাস স্টান্ড থেকে যাওয়ার জন্য মিনিমাম পাচ থেকে ছয় ঘন্টা লাগতে পারে। বিরিশারি থেকে সুসং দুর্গাপুর যাওয়ার জন্য রিকশায় করে যাওয়া যায়।

আশা করি পোস্টটি ভালো লেগেছে।
সবাইকে ধন্যবাদ।

Related Posts

18 Comments

মন্তব্য করুন