Cheap price backlink from grathor: info@grathor.com

বাংলাদেশের সেরা ৪ টি বিশ্বস্ত অনলাইন শপিং সাইট

🎉 Get ৳10000 Bonus!

বর্তমান সময়ে অনলাইন শপিং একটি হোম বাজারে রুপ নিয়েছে কারণ যেকোন সময়ে যে-কোন জায়াগা থেকে যে কোন কিছু অর্ডার করলেই সেই অর্ডারকৃত পন্য-টি ২৪ ঘন্টা থেকে ৭ দিনের মধ্যই আপনি আপনার প্রডাক্ট টি পেয়ে যাবেন। আজকে আমাদের টপিক্স হচ্ছে ‘ ৪ টি সেরা বাংলাদেশী অনলাইন শপিং’ এই বিষয় নিয়ে। বাংলাদেশে শত শত ই-কমার্স প্রতিষ্ঠান আছে যেখান থেকে প্রডাক্ট বা পন্য ক্রয় করা যায়। কিন্তু সব ই-কমার্স বা অনলাইন শপ রিয়েল না অনেক ওয়েবসাইট আছে যারা প্রডাক্ট বিক্রির জন্য হাজারো বিজ্ঞাপন দিয়ে ক্রতাদের মনে লোভ জন্মিয়ে দেয় কিন্তু প্রডাক্ট অর্ডার করার পর হাজারো দিন গেলেও সে অর্ডারকৃত প্রডাক্ট হাতে পাওয়া যায় না। তবে আজকে আপনাদের সাথে বাংলাদেশে সেরা ৪ ই-কমার্স সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে অর্ডার করলে আপনি খুব দ্রুত সময়ে অর্ডারকৃত পন্য হাতে পেয়ে যাবেন।

দারাজ

বর্তমান বাংলাদেশে দেশের শীর্ষে অবস্থান করেছে এই অনলাইন শপিং-টি বাংলাদেশের বেশীরভাগ মানুষ এই দারাজ থেকে কেনাকাটা করে এবং তাদের প্রডাক্ট খুব দ্রুত সময়ের মধ্যে হাতে পেয়ে যায়। দারাজের মোবাইল অ্যাপের সাহায্য বেশি অর্ডার করা হয়। দারাজে প্রায় সব ধরনের প্রডাক্ট পাওয়া যায়। সাইট লিংক : https://www.daraz.com.bd/

আজকের ডিল

দারাজের মত আজকের ডিল ও বর্তমানে ভালো সার্ভিস দিচ্ছে। এই অনলাইন শপেও প্রায় সব ধরনের পডাক্ট পাওয়া যায়। তবে এখানে একটা সুবিধা বেশী আর সে-টি হলো যদি কোন ক্রতা তার বিকাশের মাধ্যমে প্রডাক্ট-টি অর্ডার করে তাহলে সে ফ্রি-তেই ডেলিভারি পেয়ে যাবে। আজকের ডিলেও মোবাইল অ্যাপ থাকাই বেশী অর্ডার করা হয়। সাইট লিংক : https://ajkerdeal.com/

বিডিশপ.কম

বিডিশপ.কম একটি ইলেকট্রনিকস গ্যাজেট বিক্রেতা ওয়েবসাইট এখানে প্রায় সকল ধরনের গ্যাজেট ও ইউটিউবের ভিডিও তৈরির এক্সোসোরিস পাওয়া যায়। বর্তমানে খুব অল্প সময়ে বেশ জনপ্রিয় লাভ করেছে এই অনলাইন শপিং ওয়েবসাইট-টি। বিডিশপে যদি কেউ যেকোন কিছু অর্ডার করে তাহলে খুব দ্রুত-ই সেই অর্ডারকৃত পন্য-টি হোম ডেলিভারি দেওয়া হয়। বর্তমানে বিডিশপেত একটি ফেসবুক গ্রুপ আছে সেখান প্রায় ৫০ হাজারের মত মেম্বর আছে। এই গ্রুপটাতে প্রাডাক্টের সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়। সাইট লিংক : https://www.bdshop.com/

প্রিয়শপ.কম

প্রিয়শপ বাংলাদেরশের অন্যন্য সব ই-কমার্স বা অনলাইন শপিংয়ের মত বেশ ভালো জনপ্রিয় লাভ করেছে। প্রিয়শপে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট,টি-শার্ট, হুডি সহ আরও অনেক ধরনেত প্রডাক্ট পাওয়া যায়। এই ওয়েবসাইট এ কোন প্রডাক্ট অর্ডার করলে ক্যাশব্যাক দেওয়ার সুবিধা রয়েছে। সাইট লিংক : https://priyoshop.com/

তো এই ছিল বাংলাদেশের সেরা ৪-টি ই-কমার্স বা অনলাইন শপিং ওয়েবসাইট যা জানতে পেরে সবাই উপকৃত হয়েছেন।

বাংলাদেশের সেরা ৪-টি অনলাইন শপিং এখানেও দেখুন: https://tinyurl.com/yc4pwsj7

Related Posts

12 Comments

Leave a Reply