বাংলাদেশ ক্রিকেট দলের কৃতিত্ব অর্জন

  • বাংলাদেশ ক্রিকেট দল ২০১৫ সালে নতুন আকার ধারন করে। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করে কোয়াটার ফাইনালে।তবে এর আগে ইংল্যান্ড কে শ্বাসরুদ্ধকার ভাবে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় জানায়।কোয়াটার ফাইনালে প্রতিপক্ষ ভারত মেলর্বোনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই। শুরুটা বাংলাদেশ ভালো করলেও রোহিত শর্মার বিতর্কিত নো বলে ম্যাচের মোড় ঘুরে যায়। বাংলাদেশ ৩০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯৭ রানে অল-আউট হয়।বাংলাদেশের ২০১৫ বিশ্বকাপ থেকে বিদায় জানায় ভারত।তারপর বাংলাদেশ দলে শুরু হয় জ্বলে উঠার সময়।ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০  ব্যাবধানে সিরিজ পরাজিত করে। ভারতকে ২-১ এবং সাউথ আফ্রিকাকে ২-১ ব্যাবধানে সিরিজ হারিয়ে আই সি সি ওয়ানডেতে ৭ নাম্বারে উঠে আসে। ক্যাপটেন দ্যা ফ্যানটাস্টিক যাকে বলা হয় বাংলাদেশ  ওযানডে দলের অধিনায়ক  মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের নেতৃত্ব সেটা ঠিক মতো পালন করে গেছে। বাংলাদেশ দলের আরো একটি কৃতিত্ব আসে ২০১৭ চ্যাম্পিয়ন ট্রোফিতে, সেমিফাইনালে উঠা,তবে সেখানেও ভারতের কাছে হেরে বিদায় নেই। বাংলাদেশ দলের আরো কৃতিত্ব আসে প্রথম বারের মতো ট্যাস্টে ইংল্যান্ড,অস্ট্রেলিয়াকে প্রথম বারের মতো হারিয়ে সিরিজ১-১ব্যাবধা ড্র করে এবং ওয়েস্টিন্ডিজকে ২-০ ব্যাবধানে সিরিজ হারায়ে ট্যাস্ট ফরমেটেও ভালো খেলার কৃতিত্ব অর্জন করে।বাইরের মাটিতে  স্রিংল্কাকে নিজেদেন ১০০ তম ট্যাস্টে হারিয়ে রেকর্ড করে। তবে বাংলাদেশ দলের বাজে পারফর্মেন্স আসে সাউথ আফ্রিকায় কোনো ম্যাচ না জিতার। বাংলাদেশ দলের সামনের দিকে এগিয়ে যেতে হলে আগামী দিনের প্রতিভাবান খেলোয়ার দের ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্দোগ নিতে হবে,এতে বাংলাদেশ দলের সামনের দিকে ভালো হবে। বাংলাদেশ ক্রিকেট দলের গৌরভময়  অর্জন আসে ২০১৯ বিশ্বকাপের আগে ট্রাই ন্যাশান সিরিজে ফাইনালে ওয়েস্টিন্ডিসকে হারিয়ে কৃতিত্ব অর্জন করেন।তবে ২০১৯ বিশ্বকাপটা বাংলাদেশের বাজে যায় সকল খেলোয়ার অপফর্মে থাকে।শুধু সাকিব আল হাসান টুর্নামেন্টে একাই রানের তালিকায় তৃতীয় অবস্তানে থাকে।তবে আগামীতে বাংলদেশ দল ভালো করার আশাবাদী ১৬ কোটি মানুষ।বাংলাদেশ দলের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন বলেছেন তিন ফরম্যাটে তিন রকমের প্লেয়ার খেলাবে। বাংলাদেশ একদিন বিস্ময়কে দেখিয়ে দিবে জয়ের গৌরভ প্রতিধ্বনি।   

Related Posts

7 Comments

মন্তব্য করুন