বাংলাদেশের টেলিকমিউনিকেশন জগতে বিপ্লব ঘটেছে। কিছুদিন আগেও যেখানে মানুষ মোবাইল নেটওয়ার্ক খুঁজে পাওয়া কষ্ট ছিলো সেখানে মানুষ এখন প্রত্তন্ত অঞ্চলে অনায়াশে ফোনে কথা বলতে পারছে। এইসকল সমস্যা সমাধান হয়েছে টেলিকমিউনিকেশন জগতের বিপ্লবের কারণে। বর্তমানে প্রায় সকল টেলিফোন ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করে থাকে।
টেলিকমিউনিকেশন জগতের বিপ্লবের কারণে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এখন বাংলাদেশ ৪ জি নেটওয়ার্কে প্রবেশ করেছে। অদূরে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করছি।আমাদের দেশে বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষতার ফলে দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে।মোবাইল অপারেটরগুলো সেই পালে নতুন হাওয়া যোগ করেছে।
বাংলাদেশ এ মোবাইল নেটওয়ার্ক এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলালিংক। অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে থাকলেও বাংলালিংকের নেট স্পিপ অন্য সকল মোবাইল অপারেটর থেকে তুলনামূলক বেশি। বাংলালিংক এর নেট অফারও উল্লেখযোগ্য বেশি।
আপনি বাংলালিংক এর নতুন সিম কার্ড কিনলে পাবেন প্রতিমাসে একজিবি ফ্রী ইন্টারনেট নির্দিষ্ট সময়ের জন্য। সেই সাথে ফোন এ পাবেন সর্বচ্চো ৪০ টাকা বোনাস। এই ছাড়া আপনি যদি বাংলালিংক এপ মোবাইল এ ইনস্টল করেন সাইন ইন করে থাকেন সাথে সাথে পাবেন ৫০০ এমবি ফ্রী বোনাস। এছাড়াও ৩৬ টাকায় মাই বিএল এপ থেকে যদি রিচার্জ করে থাকেন তাহলে পাবেন ১ জিবি ইন্টারনেট সাথে ৫০০ এমবি ফ্রী (চার দিন মেয়াদে)।সেই সাথে পাবেন ৪২ টাকায় ৫ জিবি ইন্টারনেট (মেয়াদ ৭ দিন)।উক্ত অফার বিকাশ এবং রকেট রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য।
এইছাড়া আপনি মাই বিএল এপে প্রতিবার লগ ইনে পাচ্ছেন ২৫ এমবি ফ্রী ইন্টারনেট। ১০৮ টাকা রিচার্জে ৪ জিবি ইন্টারনেট এর সাথে ৪ জিবি ইন্টারনেট বোনাস। ৭৯ টাকায় ৫ জিবি ইন্টারনেট পাবেন ৫ দিন মেয়াদে।এরকম আরও হাজারো ইন্টারনেট অফার পাবেন আপনি বাংলালিংক এর মাধ্যমে। বাংলালিংক এর সবথেকে ভালো হচ্ছে এর ইন্টারনেট স্পিড। আপনি কোন রকম বাফারিং ছাড়া যদি ইন্টারনেট চালাতে চান তাহলে আজই ব্যবহার করতে পারেন বাংলালিংক সিম
নাইস
Sundor
Nice
Very good
hmm
Nice
good
good
valo
sundor
nice post
nice post
hmmm
Hmmm
ভালোই
Ami pari
lg
good
nice
Nice
Nice
Good
Ok
excelent post
gd