Cheap price backlink from grathor: info@grathor.com

বাংলালিংক বন্ধ সিমের সেরা অফার….! দেখে নিন দীর্ঘ মেয়াদি অফার।

🎉 Get ৳10000 Bonus!

প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বন করুন, সবসময় ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন।

আপনারা যারা বাংলালিংক সিম ব্যাবহার করছেন তাদের জন্য সুখবর! আজকে আপনাদেরকে বাংলালিংক সিমের একটি দীর্ঘ মেয়াদী ইন্টারনেট অফার সম্পর্কে বলতে যাচ্ছি। বাংলালিংক অন্যান্য অপারেটরের সিম গুলোর চেয়ে ভালো অফার দিয়ে থাকে। সম্প্রতি প্রায় সবার সিম এই হয়তো এই অফারটা বর্তমান আছে। তো চলুন কথা না বাড়িয়ে অফার টা সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

আপনারা যারা বিভিন্ন ইন্টারনেট প্যাক কিনে থাকেন কিন্তূ বেশি মেয়াদ পান না তাদের জন্য অফারটি ভালো হবে। ২ জিবি ইন্টারনেট পাবেন ৩০ দিন এর মেয়াদে। মাত্র ৪৯ টাকা রিচার্জে!
বিকাশ কিংবা অন্য কোনো ভাবে ৪৯ টাকা ফ্লেক্সি লোড করলে সাথে সাথে পেয়ে যাবেন ২ জিবি ডাটা প্যাক। বন্ধুরা অন্য সময় এরকম মূল্যে ২ জিবি সর্বোচ্চ সাত দিন এর মেয়াদ এ পাওয়া যেত। কিন্তূ এখন এটি ৩০ দিন মেয়াদে পাওয়া যাচ্ছে! তাই যারা বেশি মেয়াদের ডাটা প্যাক ব্যবহার করতে চাচ্ছেন তার এই সুযোগটি হাতছাড়া করবেন না। অফার টি সীমিত সময়ের জন্য। তাই অফারটি উপভোগ করার জন্য আজই ৪৯ টাকা রিচার্জ করুন অথবা *৮৮৮# ডায়াল করে ও “আমার অফার” এ অফারটি পেয়ে যাবেন।

আপনাদের কে আরেকটি অফার সম্পর্কে জানিয়ে রাখি। এটি বাংলালিংক বন্ধ সিম এর অফার। সম্প্রতি সময়ে এই অফার টি সকল বাংলালিংক বন্ধ সিম এর জন্যই প্রযোজ্য হবে। অফার টি হলো বাংলালিংক বন্ধ সিমে ৪৯ টাকা রিচার্জ করলে ৫ জিবি ইন্টারনেট পাবেন। তাছাড়া যদি কোনো সিম এই অফার এর আওতাভুক্ত থাকে তাহলে ঐ সিমে ৩ মাস ফ্রী ফেইসবুক ব্যাবহার করতে পারবেন। এবং ৩০ দিনের জন্য ফ্রী তে ১ পয়সা/ সেকেন্ড এ কথা বলতে পারবেন। বন্ধুরা এটি সত্যিই একটি দারুন অফার। অফারটি নেওয়ার জন্য আপনাদের একটি বন্ধ বাংলালিংক সিম থাকতে হবে যে সিমটি উক্ত অফার টির অন্তর্ভুক্ত থাকবে। তারপর *১২১*২০০# ডায়াল করলেই অফার সমূহ দেখতে পারবেন। তাছাড়া অন্য যেকোনো বাংলালিংক সিম এ *১২১*২০০# ডায়াল করলে ১ জিবি ফেইসবুক ডাটা ১ মাস এর জন্য ফ্রী পাবেন এবং সাথে ১ মাস মেয়াদে ১ পয়সা/ সেকেন্ড কল রেট ও ফ্রী পাবেন। আপনাদের কাছে বাংলালিংক বন্ধ সিম থাকলে দেরি না করে আজই অফার গুলো লুফে নিন…!

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি অফার এর আপনাদের ভালো লেগেছে। পরিশেষে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন সবসময়।
ধন্যবাদ…

Related Posts

18 Comments

Leave a Reply