বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকামের ভাবনা আর না

বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করার কথা ভাবছেন তাদের জন্য উপকারে আসবে লিখাটি বাংলা আর্টিকেল লিখে আয় করবেন ভাবছেন তারা অবশ্যই লেখাটি পড়বেন আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে বাংলা আর্টিকেল লিখে আপনারা  দিন 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারেন। লেখাটি অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন। আমাদের অনেকেরই লেখালেখির অভ্যাস আছে এবং আমরা অনেকেই অনলাইনে লেখালেখি করি। তবে বাংলা আর্টিকেল লেখার জন্য স্পেসিফিক কোন ভালো ওয়েবসাইট নেই বলতে গেলে চলে আজকে আমি এমন কয়েকটি ওয়েবসাইটের কথা বলব যেটা থেকে আপনারা বাংলা আর্টিকেল লিখে ভালো মানের ইনকাম করতে পারবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা যদিও বা লেখালেখি করে কিছুটা ইনকাম করতে পারি তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের পড়ালেখা টি অ্যাপ্রুভ করছে না। এবং নরমাল কিছু বিষয় নিয়ে তারা আমাদের লেখাটি ডিজেবল করে দেয়।তুই সকল ঝুট ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আমি আপনাদের কাছে আজকে ট্রাস্টেবল দুইটা সাইট শেয়ার করছি।যেখান থেকে খুব সহজে আপনাদের লেখালেখি আপনারা সাবমিট করে ভালো মানের একটা আয় করতে পারবেন। তো প্রথমেই যে সাইটটি শেয়ার করব তার নাম হল banglahub.com.bd। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন যে সেখানে লেখা আছে তারা বলেছে লিখুন এবং গুণন টাইপের কিছু কথা। তাদের ওয়েবসাইট টা হচ্ছে এরকম যে বাংলা লিখুন আপনি পড়বে সারা পৃথিবী বাংলা  হাব ডট কম ডট বিডি।
এবং খুব সুন্দর একটা শ্লোগান তারা নিয়ে এসেছে ছড়িয়ে জান সবার মাঝে অর্থাৎ আপনার লিখাটি অনেক লোক পড়ছে। তো যারা এমন আছে যারা বাংলা লেখা পড়তে পছন্দ করে দেশের বাইরে থেকে বা যে কোন স্থান থেকে তারা এই ওয়েবসাইট থেকে বাংলা লেখা পড়তে পারবেন। তো তাদের কিছুটা টার্ম এন্ড কন্ডিশন আছেএমন তো আপনারা তাদের ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে দিবে তাদের পেজে মেম্বার এড করবেন গ্রুপে মেম্বার এড করবেন  আপনারা তাদের রুলস এন্ড রেগুলেশন পর ভালো করে পড়ে নিয়ে কাজ শুরু করে দেবেন। বন্ধুরা এবার যে সাইটের কথা বলব তার নাম হলো লেখক ডট কম লেখক ডট কম এর অফিশিয়াল অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেমন রংধনু ডটকম বাগান ডটকম চারপাশ ডট কম দেশী রান্না ডট কম পারিবারিক ডট কম ইত্যাদি ওদের আসলে স্পন্সর ওয়েবসাইট রয়েছে অনেকগুলো।অর্থাৎ আপনি লেখা জমা দিবেন এই ওয়েবসাইট এবং আপনার লেখাগুলো জমা হবে এই সকল ওয়েবসাইটে অর্থাৎ  আপনার লেখাগুলো  ছড়িয়ে যাবে। এইবার আপনারা সাইনআপ করে লগইন করে নেবেন লগইন করার পরে আপনারা আপনাদের যে সকল তথ্য তারা চাইবে তারা যে সকল তথ্য দেবেন এবং একাউন্টে লগইন করে কাজ শুরু করে দেবেন। এবার আপনাদের কাজ শেষে  টাকা বিকাশে নিতে পারবেন ।বিস্তারিত জানতে আপনারা ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন।
আজকের লেখাটি এই পর্যন্তই। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Related Posts

29 Comments

মন্তব্য করুন