আসসালামু আলাইকুম,তো কেমন আছেন আপনারা? আশাকরি অনেক বেশিই ভালো আছেন।আল্লাহর রহমতে আমিও ভালো আছি।তো প্রতিদিনই আমি আমার আইডি থেকে নতুন নতুন ব্লগ নিয়ে আসি।ঠিক আজকেও এর ব্যাতিক্রম হলো না।এবং আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে।তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।আর তা হলে কিভাবে বিকাশ একাউন্ট খুলবেন একদম সহজেই।কাজেই খুব মন দিয়ে পড়বেন।কথা না বাড়িয়ে চলুম শুরু করা যাক।
বিকাশ বাংলাদেশের সবচেয়ে বড় ও বহুল জনপ্রিয় মোবাইল ব্যাংকিং।কাজেই বিকাশ থেকে টাকা লেনদেন সকল সাইটেই প্রযোজ্য।টাকা লেনদেনে বিকাশের চাহিদা এখন বেশি।বিকাশ ব্যাবহারে আপনার অনলাইন কাজ থেকে শুরু যেকোনো বাংলাদেশি সাইট থেকে পেমেন্ট পাবেন নির্দ্বিধায়।কাজেই একটি বিকাশ একাউন্ট সকল নাগরিকেরই দরকার।আর বিকাশ একাউন্ট খুলবেন কি করে তা আমি আজ বিস্তারিত বুঝিয়ে দিব।
সবচেয়ে মজার ব্যাপার হলো বিকাশ একাউন্ট খুলে লগ ইনেই পাবেন ৫০ টাকা বোনাস।যা আপনি ক্যাশ আউট অথবা মোবাইল রিচার্জ করিয়ে নিতে পারবেন।আবার ক্যাশব্যাক অফারসহ নানা সুবিধা পাবেন।
বিকাশ একাউন্ট খোলার নিয়মাবলি ঃবিকাশ একাউন্ট খোলার জন্য দরকারঃ
- বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড।১৮ বছর উর্ধ্ব সবারই ন্যাশনাল আইডি কার্ড থাকে।অবশ্যই মেইন কপি হতে হবে।
- একটি স্মার্টফোন।স্মার্টফোনটির ক্যামেরা স্পষ্ট হলে ভালো হয়।
- ইন্টারনেট কানেকশন।
এখন আসি প্রক্রিয়াটি বুঝিয়ে দেই।
প্রথমে আপনাকে এখানে ক্লিক করে মোবাইল ডাটা ব্যাবহার করে বিকাশ এপটি ইন্সটল করে নিতে হবে।তাহলে আপনি আমার রেফারে একাউন্ট খুলতে পারেন।এতে আপনারই সুবিধা কেননা এতে রেফার বোনাস আপনি পাবেন এক্সট্রা ২০ টাকা।
ইন্সটল করে উপেন করলে এপটি ১ মিনিট লোডিং নিবে।লোডিং শেষ হয়ে গেলে Log in এবং Sign Up/Register অপশন দেখবেন।আপনাকে একাউন্ট খোলার জন্য রেজিস্ট্রার অপশনে ক্লিক করে নিতে হবে।তারপর আপনাকে মোবাইল নম্বর দিতে বলবে।মোবাইল নম্বর দেয়ার পর অই নম্বরে ভেরিফিকেশন কোড যাবে।আর অবশ্যই সিমটি যে ফোন দিয়ে রেজিস্ট্রার করবেন সেখানে লাগানো থাকতে হবে।তারপর বাকিটা অটোমেটিক কোড ভেরিফাই হয়ে যাবে।
তারপর দরকার হবে ন্যাশনাল আইডি কার্ডের মেইন কপি।প্রথমে আইডি কার্ডের প্রথম পৃষ্ঠার ছবি তুলবেন।ছবি এমনভাবে তুলবেন যেন স্পষ্ট লেখা বোঝা যায়।ছবি তোলে সাবমিট যদি সাক্সেসফুল না হয়,পুনরায় স্পষ্ট করে তুলবেন।এরপর আপনাকে আইডি কার্ডের পরের পৃষ্ঠার ছবি তুলতে বলবে।ঠিকমতো স্পষ্ট করে ছবি তুলে সাবমিট করে দিবেন।আপনার আইডি কার্ডের ইনফরমেশন স্ক্যান করে আপনার তথ্য ফরম পূরণ হবে।তারপর ক্রমাগত Next এ ক্লিক করতে থাকবেন।তারপর আরেকটি ইন্টারফেস আসবে যে আপনার একাঊন্ট টি ব্যাক্তিগত হবে নাকি ব্যবসার জন্য।আপনি ব্যাক্তিগত দিবেন।তারপর আপনার পেশা সিলেক্ট করবেন।কত টাকা মাসে ইনকাম করেন সেটাও বলবেন। এরপর সব কমপ্লিট হলে তাদের Privacy & Policy এর সাথে এগ্রি করে রেজিষ্ট্রেশন করে নিবেন।এখন রেজিষ্ট্রেশন হয়ে গেল।তারপর *247# ডায়াল করে My bkash এ যাবেন। সেখানে Pincode setup করে নিবেন। অবশ্যই ৫ ডিজিটের হতে হবে।তারপর বিকাশ এপে একাঊন্ট লগ ইন করে নিবেন।২৪ ঘন্টা পর আপনার একাউন্টে ৫০৳ বোনাস চলে আসবে।পাশাপাশি প্রতিটি রেফারে পাবেন নগদ ৫০৳।কাজেই এখনি জয়েন দিন বিকাশ এপে।আমার লিংক থেকে ডাউনলোডে পাবেন এক্সট্রা ২০৳ বোনাস।
তো আজ এ পর্যন্তই।
দেখা হবে নতুন কোনো পোস্টে। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন।আর হ্যা,আপনারা নিশ্চয়ই করোনা ভাইরাসের ভয়াভহতা সম্বন্ধে অবগত।কাজেই ঘরে থাকুন, সুস্থ থাকুন।সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা হাফেজ।