আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
তো বন্ধুরা বরাবরের মতো আবারও তোমাদের মাঝে আরও একটা নতুন পোস্ট নিয়ে আমরা চলে আসলাম তো তোমরা জানো আমি ইনকাম এবং কি অনলাইনে কাজ করে কিভাবে সফলতা লাভ করবে সেগুলো নিয়ে কাজ করে থাকি। তো আজকের পোষ্টটি হবে একেবারে অন্যরকম একটি পোস্ট পারবে সে কথা বাড়াতে চায় না চলো মেন পোস্টে যাওয়া যাক।
আজকের পোস্ট টি হল আমরা যে বিমান দেখে থাকি সেগুলো কিভাবে আকাশে উড়ে সেটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব যারা জানতে চাও এবং জ্ঞান আহরন করি তারা অবশ্যই আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়বে তাহলে তুমি জানতে পারবে কিভাবে বিমান আকাশে উড়ে এবং খুঁটিনাটি।
তো বন্ধুরা আমরাইতো আদিম যুগে যায় যখন কোন বিমান ছিল না তখন মানুষ অনেক চেষ্টা করে আকাশ দিয়ে কিভাবে উড়া যায় এবং এখান থেকে অন্য জায়গায় যাওয়া যায় তারপর অনেকভাবে এবং অনেক কৌশল ব্যবহার করে এবং যুগে যুগে ডেভেলপ করে আজকে আমরা বিমান দেখতে পাই এটা একদিনে হয়নি আস্তে আস্তে প্রযুক্তির মাধ্যমে হয়েছে।
বিমান আকাশে উড়ানোর জন্য প্রচুর পরিমাণ শক্তি প্রয়োজন তাই বৈজ্ঞানিকরা অনেক ভাবেই সে শক্তি উৎপন্ন করার জন্য অনেক ইঞ্জিন তৈরি করেছেন এবং সব থেকে শক্তিশালী এবং দ্রুতগামী একটি ইঞ্জিল তার নাম হলো জেট ইঞ্জিন।
জাট ইঞ্জিল আসলে কি যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি জেট ইঞ্জিন হলো বিমানের 2 পাখার মানে ২জনার মাঝখানে এবং শেষে 2। 2। টা করে ফ্যান লাগানো হয় সেগুলো হলো জেট ইঞ্জিন সেগুলোর মাধ্যমে বিমান আকাশে উড়ে থাকে।
জেট ইঞ্জিন কিভাবে কাজ করে বিমানের মধ্যে তোমরা যে দেখে থাকো চারটা জেট ইঞ্জিন লাগানো থাকে সেগুলোর কাজ হল ফাস্ট তুমি দেখতে পারবে একটা ফ্যান থাকে সেই ফ্যানের কাজ হল সামনে যত বাতাস রয়েছে সমস্ত বাতাস টেনে আনা তারপর সেটা জেট ইঞ্জিনে প্রবেশ করানো এবার ফ্যানটার কাজ শেষ এবার জেট ইঞ্জিন থেকে জ্বালানি বেরিয়ে আসে এবং সে বাতাসের সাথে মিশ্রিত হয়ে অনেক শক্তি উৎপন্ন হয় এবং পিছন দিয়ে সেটা বেরিয়ে যায় বাতাসের সাথে যখন জেট ইঞ্জিনে থাকা তেলের সংঘর্ষ হয় তখন অতিরিক্ত চাপে সেখানে আগুন ধরে যায় এবং পিছন দিয়ে প্রচন্ড স্পীডে পাস করে এবং বিমানের ঠিক পিছনের অংশে আরো একটা জেট ইঞ্জিন লাগানো থাকে যখন বিমান টেক অফ করে তখন পিছনের ইঞ্জিল তাকেও চালু করা হয় যেন আকাশের উপর দ্রুত উড়তে পারে এবং যখন আকাশে উঠে যায় তখন পিছনের ইঞ্জিন তাকে অফ করে দেওয়া হয় এভাবেই বিমান আকাশে উড়ে থাকে।
এবং যখন বিমান ল্যান্ড করা হয় তখন জেট ইঞ্জিনের পাওয়াটাকে আস্তে আস্তে কমিয়ে আনা হয় এভাবে একটি বিমান মাটি থেকে টেক অফ করে এবং মাটিতে অবতরণ করে।
তো বন্ধুরা বিমান কিভাবে আকাশে গমন করে এবং মাটিতে অবতরণ করে সেটা নিয়ে জাস্ট এইটুকু পোস্ট তোমাদের মাজে করা হল আশা করছি তোমাদের পোস্টটি ভাল লেগেছে বিমান কিভাবে আকাশে উড়ে সেটা জানাতে অবশ্যই তোমার বন্ধু মাঝে পোস্টটি শেয়ার করবে এবং তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে সবাই ভাল থাকবে এবং সুস্থ থাকবে আশা করছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন পোষ্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারব ধন্যবাদ।