বিলকিস রাণীর রাজত্বের ইতিহাস।

বিলকিসের পিতার মৃত্যু হলে তার মনে সাম্রাজী হওয়ার স্বাদ জাগল।
সুতরাং সে গোত্রের সরদারদের একত্র করল,
তাদের থেকে তলব করল নিজের জন্য আনুগত্য
কেউ আনুগত্য স্বীকার করল, আর কেউ অস্বীকার করল।

অস্বীকারকারীরা অন্য একজনকে নিজেদের বাদশা বানিয়ে নিল।
এভাবে ইয়েমেন দেশ দুটি রাজ্যের অভ্যুদয় ঘটলো।
কিছুদিন পর দ্বিতীয় বাদশার বদ স্বভাব প্রকাশ পেল। তার বদ স্বভাব ও অপকর্ম এতোখানি ছড়িয়ে পড়লো যে প্রজাসাধারণের স্ত্রীদের ওপর তার প্রভাব ও মন্দ চলাচল আপতিত হল।

এইজন্য বংশের লোকেরা তাকে সিংহাসন থেকে উৎখাতের চেষ্টা করতে লাগলো,
কিন্তু সফলকাম হতে পারল না। সুতরাং বিলকিস এ কথা শুনতে পেয়ে খুবই রাগান্বিত হলো।
গভীর চিন্তা ভাবনার পর তার মনে একটা বুদ্ধির উদয় হলো।
বুদ্ধি কাজে লাগাতে এসে ওই দুশ্চরিত্র বাদশাকে বিবাহ করতে পয়গাম পাঠালো।
সে তার পয়গাম মঞ্জুর করলো।
উত্তর পাঠান আমি প্রথমেই আপনাকে বিবাহের পয়গাম পাঠাতে সাহস পাই নাই।
কারণ আপনি হয়তো তা কবুল করবেন না।
বিলকিস উত্তর দিল, আপনি আমার সমকক্ষ।

আমি আপনার থেকে, কিভাবে বিমুখ হতে পারি।
কাজেই আপনি এখন আমার
বংশের মাধ্যমে আমাকে বিবাহের পয়গাম প্রেরণ করুন।
সুতরাং সে বিলকিসের বংশের সরদারদের কে একত্র করল।
এবং বিলকিসকে বিবাহ করতে তার প্রথম স্ত্রীর অনুমতি নিল, এবং তার সাথে পরামর্শ করল। ও তার সম্মতিতে বিবাহ কাজ সম্পন্ন করল।
বিবাহ করার পরের দিন রাত্রে যখন, সহবাসের
সময় হল।

আর বিলকিস তার স্বামীর কামরায় প্রবেশ করলো,
তখন সে স্বামীকে আচ্ছামতো মদ্যপান করাল।
স্বামী মদ্য নেশায় বুধ হয়ে গেল।
বিলকিস তখন তার শিরশ্ছেদ করে ফেলল।
এবং রাতারাতি তার কথিত মাথা নিয়ে নিজের মহলে চলে আসলো।
সকালে মাথাটি ঘরের দরজায় ঝুলিয়ে দিল।
জনগণ যখন বিষয়টি জানল,
এবং তার মাথা ঝুলানো দেখল, তখন তারা বুঝে গেল যে এ বিবাহ একটি চালাকি ছিল।
এরপর সকলেই স্বীকার করে নিল এবং সে সম্পূর্ণ ইয়ামেনের সাম্রাজী হয়ে গেল।

🥀 বিলকিসের বংশনামা

বিলকিস ছিল সানাহার কন্যা,
সে ইয়ারাব কাতান এর বংশধর ছিল। সে ছিল
একজন প্রভাবশালী বাদশা,
তার বংশে চল্লিশ জন বাদশা ছিল।
তিনি ছিলেন সর্বশেষ বাদশা
তিনি আরবের বাদশাদের বলতেন তোমরা আমার সমকক্ষ নও।
তার সেই পার্শ্ববর্তী দেশের যে কোন বাদশার কন্যাকে বিবাহ করতে অস্বীকার করেছিল।
সে বিবাহ করেছিল একজন জিন নারী
তার নাম ছিল রায়হানা বিনতে সাকান তার উদরেই বিলকিসের জন্ম হয়েছিল।
বিলকিস ছাড়া আর কোন সন্তান তার উদরে জন্ম গ্রহণ করেনি।
বিলকিসের পিতা মাতার একজন যে জিন ছিল,
একটি হাদীসেও এর প্রমাণ পাওয়া যায়।

(যার অর্থ হচ্ছে বিলকিসের পিতা-মাতার একজন ছিল জিন।)
আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম

Related Posts

9 Comments

মন্তব্য করুন