আজকে যদি স্কটল্যান্ড বনাম পাপুয়ানিউগিনি ম্যাচে পাপুয়ানিউগিনি জিতে যায় তাহলে বাংলাদেশের জন্য হবে সবচেয়ে ভালো। তাহলে বাংলাদেশ বাকি ২টা ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন অথবা রানারআপ হয়ে চলে বিশ্বকাপের মূল পর্বে।সমীকরণটা দেখে নেই একটু ;-
আজকে যদি স্কটল্যান্ডের সাথে পাপুয়ানিউগিনি জিতে যায় এবং বাংলাদেশ ওমানের সাথে জিতে যায় তাহলে ২ম্যাচ শেষে ৪টা দলের সবার পযেন্ট হবে সমান ২ করে। তাহলে শেষ ম্যাচে খেলা হল বাংলাদেশ বনাম পাপুয়ানিউগিনি, এবং স্কটল্যান্ড বনাম ওমান। এখন ২টা ম্যাচে যে ২ দল জিতবে তারাই চলে যাবে মৃল পর্বে।কারন যে ২ দল জিতবে তাদের পয়েন্ট হবে ৪, আর যে ২ দল হারবে তাদের পয়েন্ট থাকবে ২।
আর যদি আজকে স্কটল্যান্ডের সাথে পাপুয়ানিউগিনি হেরে যায় এবং বাংলাদেশে ওমানের সাথে জিতে যায় তাহলে ২ ম্যাচ শেষে ৪দলের পয়েন্ট হবে ;-
স্কটল্যান্ডের ৪
বাংলাদেশের ২,ওমানের ২ এবং পাপুয়ানিউগিনির ০, তখন শেষ ম্যাচে বাংলাদেশে পাপুয়ানিউগিনি সাথে জিতলেও, অন্য ম্যাচে ওমান যদি স্কটল্যান্ডের সাথে জিতে যায় তাহলে ৩ম্যাচ শেষ ৪ দলের পয়েন্ট হবে ;-
স্কটল্যান্ড ৪,বাংলাদেশ ৪,ওমান ৪ এবং পাপুয়ানিউগিনি ০।
তখন বাংলাদেশ, ওমান, স্কটল্যান্ডের মধ্যে যে ২ দলের রান রেট বেশি থাকবে তারাই চলে যাবে মৃল পর্বে।বাংলাদেশের জন্য এই রান রেটটাই হবে সবচেয়ে বড় বিপদ।কারন বাংলাদেশের চেয়ে ওমান এবং স্কটল্যান্ডের রান রেট ভালো।
কিন্তু আজকে যদি পাপুয়ানিউগিনি হেরেও যায় কিন্তু শেষ ম্যাচে স্কটল্যান্ড ওমানের সাথে জিতে যায় তাহলেও বাংলাদেশ রানারআপ হয়ে চলে যাবে মৃল পর্বে।তখন স্কটল্যান্ড পয়েন্ট থাকবে ৬,বাংলাদেশের ৪ ওমানের ২ এবং পাপুয়ানিউগিনি ০। তাই আজকে পাপুয়ানিউগিনি জিতে যাক এটাই চাওয়া।আর না হয় স্কটল্যান্ড ৩টা ম্যাচেই জিতুক এটাই চাওয়া। আর বাংলাদেশে বাকি ২টা ম্যাচ ভালো ভাবে জিতবে শেই কামনাই করি।