বিশ্বাস করুন বা নাই করুন……

“”” আসসালামু আলাইকুম “””

সবাই কেমন আছেন??
আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের এমন কিছু তথ্য বলবো যেগুলো বিশ্বাস করা অনেক কঠিন কিন্তু এগুলো ১০০% সত্য কথা।
আমি আপনাদের এখন এমনি অনেক অবিশ্বাস্য সত্য কথা গুলো বলবো।

১. আমরা প্রতিদিন প্রায় ১ লিটার লালা তৈরি করি।

২. মাছি একটি পতঙ্গ যার ৫ টি চোখ আছে।

৩. নিউজিল্যান্ডে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা দ্বিগুণ।

৪. মানুষের চোখ প্রতি সেকেন্ডে ৮০ বার নড়ে।

৫. লাফিং গ্যাস সর্বপ্রথম প্রয়োগ করা হয় কুকুরের উপর।

৬. ২০১২ সালে কানাডায় ডাইনাসরের কঙ্কাল চিত্রত পয়সা তৈরি করেন।

৭. সর্ব প্রথম ইটের ব্যাবহার করেন খলিফা হারুন অর রশিদ।

৮. ৬ টি পা আছে তবুও হাটতে পারেনা ফড়িং।

৯. উটের চোখের পাতা ৩ টি।

১০. ব্যাঙ চোখ খোলা রেখে খেতে পারে না।

১১. মশার দাত সর্বমোট ৪৭ টি।

১২. কোলা ব্যাঙ একমাত্র জন্তু যা কখনো ঘুমায় না।

১৩. পুরুষেরা নারীদের তুলনায় ছোট লিখা পড়তে পারে।

১৪. মেয়েদের স্মৃতি শক্তি ছেলেদের চেয়ে ১৫ থেকে ২০% বেশি।

১৫. মেয়েদের মস্তিষ্ক ছেলেদের চেয়ে ১১% ছোট হয়।

১৬. নারীরা পুরুষদের তুলনায় কানে বেশি শুনতে পারে।

১৭. ব্যাঙ কখনো পানি পান করে না।

১৮. শামুকের নাক ৪ টি।

১৯. শামুক পা দিয়ে নিশ্বাস নেয়।

২০. থাইল্যান্ডে কয়েক প্রজাতির মাছি আছে যারা মানুষ এবং অন্যান্য প্রাণীর চোখের জল খেয়ে বেচে থাকে।

২১. অ্যায়াম কেমানি নামের একটি প্রজাতির মুরগীর শরীর কুচকুচে কালো। এমনকি এর চামড়া জিহ্বা, হাড় ও রক্ত কুচকুচে কালো।
তাছাড়া এই মুরগী যে ডিম দেয় সেটিও কালো। শুধুমাত্র ইন্দোনেশিয়ায় এই প্রজাতির মুরগী পাওয়া যায়।

২২. ইউরেনিয়াম পরমানুর অর্ধায়ু ৪৫০ কোটি বছর।

২৩. পূর্ণ বয়স্ক মানুষের ফুসফুসে ৬ লিটার বায়ু ধারন ক্ষমতা থাকে।

বন্ধুরা এসকল তথ্যগুলো কিন্তু শতভাগ সত্য। এগুলো জানা অনেক জরুরি। বিভিন্ন পরীক্ষাতেও এসকল প্রশ্ন আসে।

ধন্যবাদ।

Related Posts